ঢাকা বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

বাসা ভাড়া বেশি, অফিসের টয়লেটে থাকছেন তরুণী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫, ০৮:৪৯ পিএম
প্রতীকী ছবি

বাসা ভাড়া বেশি। তাই অফিসের টয়লেট থাকছেন ১৮ বছর বয়সী এক তরুণী। হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, চীনের হুনান প্রদেশের ঝুঝৌ শহরের বাসিন্দা ওই তরুণী। কাজ করেন সেখানকার একটি ফার্নিচার স্টোরে।

অফিসের টয়লেটে থাকতেও ওই তরুণীকে গুনতে হয় ৫০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৮৪৮ টাকা)।

প্রতিবেদনে জানানো হয়, ওই নারীর মাসিক বেতন ২ হাজার ৭০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৪৫ হাজার ৮২২ টাকা)। তিনি যে শহরে থাকেন সেই শহরের গড় বেতন হলো সাড়ে ৭ হাজার ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ২৭ হাজার ২৮৫ টাকা)।

আর শহরটিতে একটি অ্যাপার্টমেন্টের ভাড়া সর্বনিম্ন ৮০০ ইউয়ান (১৩ হাজার ৫৭৭ টাকা)।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ডুয়িনে ওই তরুণী নিয়মিতভাবে তার টয়লেটে থাকার বিষয়টি নিয়ে লেখেন। ওই তরুণী জানান, তিনি তার অফিসের টয়লেটটি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করেন। যাতে গ্রাহক এবং কর্মচারীরা পরে টয়লেটটি ব্যবহার করতে পারেন।

এই তরুণীর পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে এতে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন নেটিজেনরা।

এক ব্যবহারকারী লেখেন, ‘আমি এমন নই যে কেউ তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। আর আমি তার সমালোচনা করব। আমি তরুণীর মঙ্গল কামনা করি।’

আরেকজন লেখেন, ‘এ ঘটনা আমায় দুঃখ দিল । কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য পৃথিবীতে আরও ন্যায্যতা থাকা উচিত।’