ঢাকা বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

মালয়েশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত শতাধিক

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৫, ০১:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের নিকটে রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাস পরিচালিত গ্যাস পাইপলাইনের লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছে, পুচং শহরে প্রায় ৫০০ মিটার দীর্ঘ পাইপলাইনের একটি লিক থেকেই এই আগুন ছড়িয়ে পড়ে। পেট্রোনাস আগুন নিয়ন্ত্রণে পাইপলাইনের ভাল্ব বন্ধ করে দিয়েছে। আবাসিক এলাকায় আগুন কতোটুক ছড়িয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এক বিবৃতিতে পেট্রোনাস জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি বিচ্ছিন্ন করা হয়েছে। সেলাঙ্গরের দমকল পরিষেবা জানিয়েছে, আগুনে আশপাশের বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেলাঙ্গর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাজওয়ান হালিমি রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বারনামাকে জানান, ‘কাম্পুং কুয়ালা সুংগাই বারু এলাকার বাড়িগুলোতে কিছু বাসিন্দা আটকা পড়েছেন এবং তাদের উদ্ধারে অভিযান চলছে।’

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিশাল আগুন, কমলা রঙের দীর্ঘ শিখা ও ধোঁয়া উঠতে দেখা গেছে।