বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

লাসা জ্বরে তিন মাসে ১১৮ জনের মৃত্যু, আক্রান্ত ৬৪৫

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৫, ০৩:৪৮ পিএম

লাসা জ্বরে তিন মাসে ১১৮ জনের মৃত্যু, আক্রান্ত ৬৪৫

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ায় চলতি বছরের প্রথম তিন মাসে লাসা জ্বরে আক্রান্ত হয়ে অন্তত ১১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (এনসিডিসি) জানিয়েছে, এ সময়ে মোট ৬৪৫ জন লাসা জ্বরে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে মৃত্যুর হার ১৮ দশমিক ৩ শতাংশ।

লাসা জ্বরের বিস্তার ও কারণ

ইঁদুরজাতীয় প্রাণীর মল বা প্রস্রাবের মাধ্যমে ছড়ানো এই ভাইরাসজনিত রোগ প্রথম ১৯৬৯ সালে নাইজেরিয়ার বোর্নো রাজ্যে শনাক্ত হয়। সময়ের সঙ্গে সঙ্গে এটি প্রতিবছর কয়েকশ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, বিশেষ করে গ্রামীণ এলাকায়, যেখানে খাদ্য সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেই।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থা লাসা জ্বরকে পশ্চিম আফ্রিকার জন্য একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচনা করে, কারণ এটি প্রায় প্রতি বছরই নাইজেরিয়া, গিনি, লাইবেরিয়া, সিয়েরা লিওন ও ঘানার মতো দেশগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।  

বর্তমান পরিস্থিতি

নাইজেরিয়ার এনসিডিসির মহাপরিচালক জিদে ইদ্রিস জানিয়েছেন, বর্তমানে ৩৩টি রাজ্যে লাসা জ্বরের প্রকোপ ছড়িয়ে পড়েছে। এসব রাজ্যের কমপক্ষে পাঁচটিতে ২০ জনের বেশি স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়েছেন, যা স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি বড় সংকট তৈরি করেছে।  

স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ

বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা প্রচার সত্ত্বেও দরিদ্র গ্রামীণ এলাকাগুলোতে পরিবেশগত স্বাস্থ্যবিধির উন্নতি হয়নি, যার ফলে ইঁদুর সহজেই মানুষের বাসস্থানে প্রবেশ করছে। অনেক মানুষ এখনো পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পাচ্ছে না, কারণ অনেক হাসপাতালে কর্মী সংকট রয়েছে। পাশাপাশি, রোগীরা সঠিক সময়ে চিকিৎসা নিতে দেরি করছেন এবং নিরাপদ খাদ্য সংরক্ষণের ব্যবস্থা নেই, যা ভাইরাসের বিস্তার বাড়াচ্ছে।  

কর্তৃপক্ষের পদক্ষেপ ও করণীয়

সরকার ও স্বাস্থ্য সংস্থাগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিয়মিত নজরদারি, সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসা সেবার উন্নয়নে কাজ করছে। এনসিডিসি জনগণকে খাদ্য সুরক্ষা নিশ্চিত করা, ইঁদুর প্রবেশ ঠেকানো ও ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছে।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রাথমিকভাবে শনাক্ত করা গেলে লাসা জ্বরের চিকিৎসা সম্ভব। তবে যথাযথ চিকিৎসার অভাব ও দেরিতে শনাক্ত হওয়ার কারণে মৃত্যুর হার তুলনামূলকভাবে বেশি থাকে।  

নাইজেরিয়ায় লাসা জ্বরের সংক্রমণ প্রতিরোধে আরো কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

আরবি/এসএস

Link copied!