ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

গুজরাটে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, ১৮ জনের প্রাণহানি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৫, ০৪:৩১ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের গুজরাটে একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন শ্রমিক চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

 

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে মঙ্গলবার বনাসকাণ্ঠা জেলার দীসা শহরের অদূরে প্রচণ্ড বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গুরুতর আহত হয়েছেন বেশ কয়েক জন। বিস্ফোরণের অভিঘাতে কারখানার একাংশ ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে কয়েক জন শ্রমিক চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, আতশবাজি কারখানাটিতে বেআইনি ভাবে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বনাসকাণ্ঠার জেলাশাসক মিহির পটেল বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ আমরা দীসা শিল্পতালুক এলাকায় একটি বড় বিস্ফোরণের খবর পেয়েছি। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনাস্থলেই ১০ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত অনেক শ্রমিককে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে, সেখানে আরও ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে, বিস্ফোরণটি  এতটাই শক্তিশালী ছিল যে, কারখানাটি ধসে পড়েছে। 

এর আগে, সোমবার (৩১ মার্চ) রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাটে একটি বাড়িতে মজুদ করে রাখা আতশবাজির গুদামে বিস্ফোরণের ঘটনায় আট জনের মৃত্যু হয়।