ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

দুবাইয়ের পুরোনো রূপ ফুটিয়ে তুলল ঘিবলি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৫, ০৬:৪০ পিএম
দুবাই সংস্কৃতি ও শিল্প কর্তৃপক্ষের চেয়ারপারসন এর ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত

সম্প্রতি শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তার ফেসবুক পোস্টে ঘিবলির (এআই) মাধ্যমে পুরাতন দুবাইয়ের একটি চিত্র প্রকাশ করেছেন। তিনি দুবাই সংস্কৃতি ও শিল্প কর্তৃপক্ষের চেয়ারপারসন।

দুবাই ,আবুধাবি এবং সংযুক্ত আরব আমিরাতের শহরগুলো ঈদের সময়ে বিশ্বব্যাপী ভ্রমণকারীদের জন্য জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। এখন, এই শহরগুলো সোশ্যাল মিডিয়াতেও ঈদের উদযাপনকে এক রূপকথার গন্তব্য হিসেবে তুলে ধরছে। যার পেছনে বড় ভূমিকা পালন করছে স্টুডিও ঘিবলির শিল্প শৈলী।

সংযুক্ত আরব আমিরাতের সরকার, শীর্ষ কর্মকর্তা এবং নাগরিকরা স্টুডিও ঘিবলি তথা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি পোস্ট করছেন।

স্টুডিও ঘিবলি ১৯৮৫ সালে হায়াও মিয়াজাকি এবং ইসাও তাকাহাতা প্রতিষ্ঠা করেন। এটি অদ্ভুত চরিত্র ও প্রাণবন্ত প্রাকৃতিক দৃশ্যের জন্য সুপরিচিত। ঘিবলির এই কাজটি বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলছে এবং এখন তা সংযুক্ত আরব আমিরাতের সাংস্কৃতিক উদযাপন বিশেষ করে ঈদ, এর ওপর গভীর প্রভাব ফেলছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতীকী ল্যান্ডমার্ক, ঐতিহ্যবাহী পোশাক পরা আমিরাতের পুরুষ, মহিলা এবং শিশু থেকে শুরু করে দেশের গণপরিবহন ব্যবস্থা এবং মরুভূমির প্রাণী ও পাখি সবকিছুই এখন ঘিবলি শিল্পের স্বপ্নময় সংস্করণে জীবন্ত হয়ে উঠেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে এই দৃশ্যগুলো নতুনভাবে সৃজনশীলভাবে উপস্থাপন করা সম্ভব হয়েছে।

 

শেখ লতিফা বলেন, ‘এআই দ্রুত বিকশিত হচ্ছে এবং প্রতিদিন নতুন উদ্ভাবন নিয়ে আসছে যা আমাদের বিশ্বকে আরও সমৃদ্ধ করছে। এর ক্রমাগত অগ্রগতির ফলে এটি এখন সৃজনশীলতার অনুকরণ করতে সক্ষম। এটি বিভিন্ন সংস্কৃতি বোঝে এবং আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ করতে সাহায্য করে।’