ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

ভারতে বোমা বিস্ফোরণে শিশুসহ ৭ জনের মৃত্যু

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০৪:২৬ পিএম
ছবি: সংগৃহীত

ভারতে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় বোমা বিস্ফোরণে গৃহকর্তাসহ একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরো দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩১ মার্চ) রাতে পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুরে ঘেরী এলাকায় এ বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, সোমবার রাত প্রায় সাড়ে ৯টার দিকে আচমকা বিকট শব্দ হলে মুহূর্তেই এলাকার অরবিন্দ বণিকের ঘরে আগুন লেগে যায়। এরপর একর পর এক ঘটে বিস্ফোরণের ঘটনা।

স্থানীয়রা আরো জানিয়েছে, ওই পরিবারের ১১ জন সদস্যের মধ্যে অরবিন্দ বণিক, তার স্ত্রী, মা, পুত্র বধূ ও তিন বাচ্চাসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরো দু’জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। আশঙ্কা করা হচ্ছে তারা অগ্নিদগ্ধ হয়ে ওই ঘরের ভেতরে আটকা পড়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, প্রায় ৫ বছর ধরে বোমা ও বাজি তৈরির কারখানা চালাচ্ছিলেন অরবিন্দ বণিক। বাড়ির কাছেই তার কারখানা।

তারা জানায়, কারখানায় বোমা তৈরির পর বাড়িতে বোমা মজুত করতেন তিনি। ঘরের মধ্যে কীভাবে মজুত করা ওই বোমায় আগুন লাগে জানা যায়নি।