বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

বিশ্বের শীর্ষ ১০ ধনী, কার কত সম্পদ?

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০৮:০৫ পিএম

বিশ্বের শীর্ষ ১০ ধনী, কার কত সম্পদ?

বিশ্বের বিলিওনিয়াররা ছবি: ফোর্বস

বিশ্বের অন্যতম প্রসিদ্ধ ব্যবসায়িক সাময়িকী ফোর্বস চলতি বছরে বিলিয়নিয়ারদের তালিকা প্রকাশ করেছে, যেখানে এখন ৩,০২৮ জন বিলিয়নিয়ার রয়েছেন।

গত বছরের তুলনায় এই সংখ্যা ২৪৭ জন বেশি। এ বছরের তালিকায় শীর্ষ ১০ ধনীর মধ্যে বেশ কয়েকটি পরিচিত নামের স্থান নিশ্চিত হয়েছে, যার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে শীর্ষে রয়েছেন ইলন মাস্ক।

নির্ধারিত তালিকায় প্রথম দশটি স্থান যথাযথভাবে অধিকার করেছেন বিভিন্ন শীর্ষ ব্যবসায়ী, প্রযুক্তিবিদ এবং শিল্পপতিরা।

চলুন দেখে নেওয়া যাক বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির তালিকা এবং তাঁদের বর্তমান সম্পদের পরিমাণ।

১. ইলন মাস্ক
বিশ্বের শীর্ষ ধনী হিসেবে নিজের স্থান ধরে রেখেছেন ইলন মাস্ক। টেসলা, স্পেসএক্সসহ অন্যান্য প্রযুক্তি কোম্পানির সিইও ইলন মাস্কের বর্তমান সম্পদের পরিমাণ ৩৪২ বিলিয়ন ডলার।

২. মার্ক জাকারবার্গ
ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এবং বর্তমানে মেটার সিইও মার্ক জাকারবার্গ। ২১৬ বিলিয়ন ডলার সম্পদের অধিকারী হয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।

৩. জেফ বেজোস
বিশ্বের তৃতীয় ধনী হিসেবে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার সম্পদের পরিমাণ ২১৫ বিলিয়ন ডলার।

৪. ল্যারি এলিসন
ওরাকল করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন ১৯২ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছেন।

৫. বার্নার্ড আর্নল্ট
ফরাসি বিলাসপণ্যের ব্র্যান্ড এলভিএমএইচের সিইও বার্নার্ড আর্নল্ট ১৭৮ বিলিয়ন ডলার সম্পদের মালিক হয়ে পঞ্চম স্থান অধিকার করেছেন।

৬. ওয়ারেন বাফেট
বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট ১৫৪ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন।

৭. ল্যারি পেজ
গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ ১৪৪ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে সপ্তম স্থানে রয়েছেন।

৮. সের্গেই ব্রিন
গুগলের আরেক সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন ১৩৮ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে অষ্টম স্থানে রয়েছেন।

৯. আমানসিও ওরতেগা
স্পেনের ফ্যাশন গ্রুপ ইন্ডিটেক্সের সহপ্রতিষ্ঠাতা আমানসিও ওরতেগা ১২৪ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে নবম স্থানে আছেন।

১০. স্টিভ বলমার
মাইক্রোসফটের সাবেক সিইও স্টিভ বলমার ১১৮ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে দশম স্থানে রয়েছেন। তিনি বর্তমানে লস অ্যাঞ্জেলেস ক্লিপারস বাস্কেটবল দলের মালিক।

এ তালিকা প্রকাশের মাধ্যমে আরও একবার প্রমাণিত হলো, প্রযুক্তি খাতের উদ্যোক্তা ও বিনিয়োগকারীরাই বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। 

ফোর্বস‍‍`এর এ তালিকা প্রযুক্তি, ফ্যাশন, বিনিয়োগ এবং অন্যান্য খাতে আধিপত্য বিস্তার করা ব্যবসায়ীদের শক্তিশালী প্রভাবের কথা নিশ্চিত করছে।

আরবি/এসএম

Link copied!