ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

ইউক্রেনের আরও একটি গ্রাম দখল করলো রাশিয়া

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০৮:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

রুশ সেনারা ইউক্রেনের আরেকটি গ্রাম দখল করেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। গ্রামটির নাম রোজলিভ।

এটি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক প্রশাসনিক অঞ্চলের একটি গ্রাম। গ্রামটি দখল করার মাধ্যমে রুশ সেনাদের পশ্চিমমুখী অগ্রযাত্রা আরো এগিয়ে গেল।

ইউক্রেন সরকার রোজলিভের দখল নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়া রোজলিভ ও প্রতিবেশী কোস্টিয়ানটিনোপিল গ্রামে পাঁচবার হামলা চালিয়েছে তারা। গতকাল সন্ধ্যায়, ইউক্রেনের জেনারেল স্টাফ জানায় যে, ওই অঞ্চলে তিনটি বড় লড়াই চলছে।

এই তথ্যগুলি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে। তবে ইউক্রেনের "ডিপ স্টেট" নামক ব্লগটি উন্মুক্ত উৎসের মাধ্যমে প্রায় এক হাজার কিলোমিটার দীর্ঘ সম্মুখসারির (ফ্রন্ট লাইন) তথ্য হালনাগাদ করে এবং তাদের মতে, রুশ সেনারা রোজলিভের কাছে পৌঁছে গেছে। 

এছাড়া, টরেটস্ক গ্রামে ব্যাপক লড়াইয়ের খবরও পাওয়া গেছে।

রোজলিভ গ্রামটি পোকরোভস্ক শহরের দক্ষিণে অবস্থিত। যেখানে ইউক্রেনের একমাত্র রান্নার কয়লা খনি রয়েছে। রুশ সেনারা কয়েক সপ্তাহ ধরে এই শহরটি দখলের চেষ্টা চালাচ্ছিল এবং সম্প্রতি তারা শহরের কাছে চলে আসায় খনিটি বন্ধ করে দেওয়া হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া যখন হামলা শুরু করেছিল তখন কিয়েভ দখলই ছিল তাদের প্রধান লক্ষ্য। তবে কয়েক সপ্তাহের মধ্যে তারা সেই পরিকল্পনা বাতিল করে এবং ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্ক দখলে নেওয়ার দিকে মনোনিবেশ করে।

বর্তমানে, এই দুটি অঞ্চল রাশিয়ার দখলে রয়েছে এবং রাশিয়া সেগুলোকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করেছে।