শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫
জাতিসংঘের ক্লিনিকে মৃত্যু ২২ জনের

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮০

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০৮:৪৭ এএম

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮০

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা আরও ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামলায় নিহত হয়েছেন প্রায় ৮০ ফিলিস্তিনি। এর মধ্যে জাতিসংঘ পরিচালিত একটি ক্লিনিকে হামলায় নারী ও শিশুসহ ২২ জন নিহত হয়েছেন।  

এই নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় মোট মৃতের সংখ্যা ৫০ হাজার ৪০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

জাতিসংঘের ক্লিনিকে ভয়াবহ হামলা

গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা পরিচালিত একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নারী ও শিশুসহ ২২ জন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার ফলে ভবনে ভয়াবহ আগুন ধরে যায়, এবং অনেকের মরদেহ আগুনে পুড়ে যায়। একটি মেডিকেল সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে ৯টি শিশু রয়েছে এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন।  

গাজার সরকারি মিডিয়া অফিস এই হামলাকে পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে এবং বলেছে, নিহতদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধরাও রয়েছেন। এই হামলা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন।

ইসরায়েলের দাবি ও হামাসের প্রতিক্রিয়া

ইসরায়েলি সেনাবাহিনী কোনো প্রমাণ ছাড়াই হামলার দায় স্বীকার করেছে এবং দাবি করেছে যে, হামাস সদস্যরা ক্লিনিকের ভেতরে অবস্থান করছিল।  
এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে, ‘হামাসের জাবালিয়া ব্যাটালিয়ন এই ভবনটি ব্যবহার করে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছিল।’

তবে হামাস ইসরায়েলের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে এবং এক বিবৃতিতে বলেছে, ‘এই হামলা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘনের জঘন্য উদাহরণ। নেতানিয়াহুর ফ্যাসিবাদি সরকার এই অপরাধকে ন্যায্যতা দেওয়ার জন্য মিথ্যাচার করছে।’

হামাসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘ক্লিনিকের ভেতরে আশ্রয় নেওয়া সবাই নিরীহ বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশুরাও ছিল।’

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, ‘ইসরায়েলি যুদ্ধাপরাধ বন্ধ করতে এবং সংকটের রাজনৈতিক সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে।’

হামলার ভয়াবহতা ও আগ্রাসনের ক্রমবর্ধমান মাত্রা

গাজাজুড়ে ইসরায়েলি সেনাবাহিনী বিমান হামলা জোরদার করেছে। চিকিৎসকরা জানিয়েছেন, বুধবার সকাল থেকে গাজায় বেশ কয়েকটি পৃথক হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন।  

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজার বহু হাসপাতাল, স্কুল এবং শরণার্থী শিবির ধ্বংস হয়েছে। জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েলি বাহিনী আগ্রাসন চালিয়ে যাচ্ছে।  

আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও যুদ্ধবিরতির দাবির পুনরাবৃত্তি

এই হামলার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আরব লিগ, এবং তুরস্কসহ বেশ কয়েকটি দেশ ইসরায়েলকে তাৎক্ষণিক যুদ্ধবিরতি ঘোষণা করার আহ্বান জানিয়েছে।  

তবে ইসরায়েলি সরকার এখনো হামলা চালিয়ে যাওয়ার পক্ষে অনড়। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলছে এবং ইসরায়েলের এই হামলার ফলে পুরো অঞ্চল আরও অস্থিতিশীল হতে পারে।  

সূত্র: আলজাজিরা, আনাদোলু, বিবিসি, রয়টার্স

আরবি/এসএস

Link copied!