ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

আইসিসির পরোয়ানা অগ্রাহ্য করে হাঙ্গেরি সফরে নেতানিয়াহু

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০৯:৪৯ এএম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাকে অগ্রাহ্য করেই হাঙ্গেরি সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সফরে তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী সারা নেতানিয়াহু।

বুধবার (৩ এপ্রিল) ইসরায়েলের স্থানীয় সময় সন্ধ্যার পর তেল আবিব বিমানবন্দর থেকে তার বিমান হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশ্যে রওনা দেয় বলে ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ এই তথ্য নিশ্চিত করেছে।  

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েও বিদেশ সফর

গাজায় হামলার নির্দেশ এবং হামাসকে নির্মূলের নামে ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যার দায়ে ২০২৪ সালের নভেম্বরে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই পরোয়ানা এখনো কার্যকর রয়েছে।

আইসিসির মোট ১২৫টি সদস্যরাষ্ট্র রয়েছে, যার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্তর্ভুক্ত ২৭টি দেশও রয়েছে। আইসিসির সনদ অনুযায়ী, যদি কোনো আসামি এই ১২৫টি সদস্যরাষ্ট্রের একটিতে প্রবেশ করে, তাহলে তাকে গ্রেপ্তার করা সেই দেশের সরকারের দায়িত্ব।  

হাঙ্গেরির অবস্থান: আইসিসিকে পাত্তা দিচ্ছে না?

নেতানিয়াহুর সফরের আমন্ত্রণ এসেছিল হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান-এর কাছ থেকে। ইতিমধ্যেই ওরবান আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার সমালোচনা করেছেন এবং বলেছেন, "নেতানিয়াহু যদি হাঙ্গেরিতে আসেন, তবে আইসিসির পরোয়ানার কোনো প্রভাব এখানে পড়বে না।"

এই অবস্থানের কারণে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা হচ্ছে।  

মানবাধিকার সংস্থার প্রতিক্রিয়া

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ নেতানিয়াহুর এই সফরের নিন্দা জানিয়েছে এবং হাঙ্গেরির প্রতি তাকে গ্রেপ্তার করার আহ্বান জানিয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, হাঙ্গেরির সরকার এই আহ্বানে সাড়া দেবে না। কারণ ওরবান শাসনামলে হাঙ্গেরি বরাবরই ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করেছে এবং পশ্চিমা দেশগুলোর সমালোচনা উপেক্ষা করেছে।  

আইসিসির পরোয়ানার ভবিষ্যৎ কী?

আইসিসির নিজস্ব পুলিশবাহিনী নেই। তাই গ্রেপ্তার কার্যকর করা সদস্যরাষ্ট্রগুলোর দায়িত্ব। তবে হাঙ্গেরির মতো দেশ যদি আইসিসির আদেশ মানতে অস্বীকৃতি জানায়, তাহলে এর কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠবে।

নেতানিয়াহুর এই সফর আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষার প্রশ্নে আইসিসির ক্ষমতা ও প্রভাব কতটুকু, তা নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি, ইয়েদিওথ আহরোনোথ, বিবিসি