বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও লন্ডনের এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রশ্নের উত্তর দিতে তার ‘আইনজীবীরা প্রস্তুত’ বলে মন্তব্য করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগের তার সম্ভাব্য সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা কেন আমার আইনি চিঠি দেখছেন না এবং দেখুন যদি আমার কোনো প্রশ্নের দেওয়া বাকি আছে কি না...। (বাংলাদেশি কর্তৃপক্ষ) একবারও আমার সাথে যোগাযোগ করেনি কিন্তু আমি তাদের থেকে শোনার জন্য অপেক্ষা করছি।’
উল্লেখ্য, বাংলাদেশে বেশ কয়েকটি দুর্নীতির মামলায় টিউলিপের নাম উঠে আসলে গত জানুয়ারিতে ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেন তিনি।
পদত্যাগের পর প্রথমবার জনসম্মুখে আসা টিউলিপ বলেন, ‘অভিযোগ উঠেছে কয়েক মাস হয়ে গেল, কিন্তু বাংলাদেশ থেকে বিষয়টি নিয়ে কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি।’
এর আগে গত মাসে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস স্কাই নিউজকে বলেছিলেন, ‘টিউলিপ সিদ্দিক ‘দেশে সম্পদ রেখে গেছেন’ এবং তার এ জন্য জবাবদিহি করা উচিত।’
এদিকে টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা বেশ কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি লিখে বলেছিলেন যে, অভিযোগগুলো ‘মিথ্যা ও হয়রানিমূলক’।
চিঠিতে বলা হয়, দুদককে ‘২০২৫ সালের ২৫ মার্চের মধ্যে অথবা তার আগে টিউলিপ সিদ্দিককে প্রশ্ন করতে হবে, অন্যথায় ‘আমরা ধরে নেব যে, উত্তর দেওয়ার মতো কোনো বৈধ প্রশ্ন নেই।’
আপনার মতামত লিখুন :