শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

নারীদের ধর্ষণে স্বামীকে উসকানি দেয়ায় রুশ নারীর কারাদণ্ড

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ১০:৫৩ এএম

নারীদের ধর্ষণে স্বামীকে উসকানি দেয়ায় রুশ নারীর কারাদণ্ড

ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেনীয় নারীদের ধর্ষণে স্বামীকে উৎসাহিত করার দায়ে এক রুশ নারীকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।  

রুশ সংবাদমাধ্যম ‍‍‘প্রাভদা‍‍’ ও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে সংঘাত চলাকালে এই রুশ নারীর কর্মকাণ্ড আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।  

কে এই রুশ নারী?
অভিযুক্ত নারীর নাম ওলগা বাইকভস্কায়া। তিনি রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ার ফিওডোসিয়ায় বসবাস করেন। তার স্বামী রোমান বাইকভস্কি একজন রুশ সেনাসদস্য।  

কীভাবে এই ঘটনা প্রকাশ্যে আসে?

২০২২ সালের এপ্রিলে, ইউক্রেনের নিরাপত্তা সংস্থা ওলগা ও তার স্বামীর একটি টেলিফোন কথোপকথনের অডিও প্রকাশ করে।

অডিওতে শোনা যায়, ওলগা তার স্বামীকে ইউক্রেনীয় নারীদের ধর্ষণের অনুমতি দিচ্ছেন। তিনি বলেন, ‘তুমি তাদের ধর্ষণ করতে পার, শুধু আমাকে বলো তুমি এটা উপভোগ করবে না!’

আদালতের রায়
কিয়েভের শেভচেনকিভস্কি জেলা আদালত ওলগাকে যুদ্ধের আইন ও রীতিনীতি লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করেছে। তাকে তার অনুপস্থিতিতে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে এবং আন্তর্জাতিক ‍‍‘ওয়ান্টেড‍‍’ তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। 

যুদ্ধকালীন ধর্ষণ ও মানবাধিকার লঙ্ঘন

ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধকালীন ধর্ষণসহ নানা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ছাড়াও জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং ইউক্রেনের কর্তৃপক্ষ রাশিয়ার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে।

এই মামলাটি যুদ্ধকালীন যৌন সহিংসতার একটি বিরল বিচারিক উদাহরণ, যা রুশ সামরিক অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে তুলতে পারে।  

সূত্র: এনডিটিভি, প্রাভদা, রেডিও লিবার্টি

আরবি/এসএস

Link copied!