ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

ভারতের কড়া সমালোচনা করে মোদিকে ‘ভালো বন্ধু’ বললেন ট্রাম্প

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০১:৩১ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি: এনডিটিভি


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২ এপ্রিল) ভারতের ওপর ২৬ শতাংশ ‘ছাড়যুক্ত পারস্পরিক শুল্ক’ আরোপের ঘোষণা দিয়েছেন। একইসাথে, ভারতের শুল্ক নীতির কঠোর সমালোচনা করেছেন তিনি।

এ সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ভালো বন্ধু’ উল্লেখ করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারত খুবই কঠিন। খুবই কঠিন। প্রধানমন্ত্রী (মোদি) সবেমাত্র এখান থেকে গেছেন। তিনি আমার দারুণ বন্ধু, কিন্তু আমি তাকে বলেছি, ‘তুমি আমার বন্ধু, কিন্তু আমাদের সাথে ঠিক আচরণ করছ না।’

ট্রাম্প দাবি করেন, ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ৫২ শতাংশ শুল্ক ধার্য করে, যেখানে যুক্তরাষ্ট্র বহু বছর ধরে ভারতীয় পণ্যের ওপর প্রায় কিছুই নেয়নি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আপনাদের বুঝতে হবে, আমরা ভারতকে শুল্কহীন সুবিধা দিয়ে আসছি বহু বছর ধরে। আমি যখন সাত বছর আগে ক্ষমতায় আসি, তখনই চীনের সঙ্গে কঠোর নীতি গ্রহণ করি এবং চীন থেকে শত শত বিলিয়ন ডলার শুল্ক আদায় করেছি।’

ট্রাম্প এই বক্তব্য দেওয়ার সময় একটি তালিকা হাতে ধরে ছিলেন, যেখানে বিভিন্ন দেশের ওপর ধার্য করা শুল্কের হার উল্লেখ ছিল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেব্রুয়ারিতে ওয়াশিংটন সফরে গিয়েছিলেন, যা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার এক মাসের মধ্যেই অনুষ্ঠিত হয়।

ট্রাম্প আরও জানান, ‘আমরা একটি চুক্তি সই করতে চাই যা উভয় দেশের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে। আমরা মনে করি, এটি আমাদের ন্যায্য অধিকার, এবং মোদিও এতে একমত। তাই আমরা এটি নিয়ে খুব কঠোর পরিশ্রম করব।’

ট্রাম্পের এই শুল্কনীতির কারণে ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্কে নতুন টানাপোড়েন শুরু হতে পারে, বিশেষ করে যখন উভয় দেশ একটি ন্যায্য বাণিজ্য চুক্তির জন্য আলোচনায় রয়েছে।