মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২ এপ্রিল) যুক্তরাষ্ট্রে আমদানি করা প্রায় সব পণ্যের ওপর ১০% ‘বেসলাইন কর’ আরোপের ঘোষণা দিয়েছেন। এতে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হবে এবং উচ্চ মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক স্থবিরতার ঝুঁকি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে আশ্চর্যজনকভাবে, এই শুল্ক তালিকা থেকে রাশিয়াকে বাদ রাখা হয়েছে!
রাশিয়া বাদ পড়ার কারণ কী?
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট জানান, “রাশিয়া শুল্ক তালিকায় নেই কারণ মার্কিন নিষেধাজ্ঞাগুলো ইতোমধ্যেই দেশটির সঙ্গে অর্থবহ বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে।”
তবে বাস্তবতা হচ্ছে, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য এখনো ব্রুনাই বা মরিশাসের মতো ছোট দেশগুলোর তুলনায় অনেক বেশি এবং যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ওপরও শুল্ক বসানো হয়েছে, কিন্তু রাশিয়ার ওপর নয়!
কীভাবে রাশিয়াকে ছাড় দেয়া হলো?
গত সপ্তাহেও বলেছিলেন যে ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি পুতিনের ওপর খুবই রাগান্বিত ও বিরক্ত। কিন্তু রাশিয়ার তেলের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞার হুমকি দিলেও সেটি বাস্তবায়ন করেননি।
শুধু রাশিয়াই নয়, বেলারুশ, কিউবা ও উত্তর কোরিয়ার ওপরও শুল্ক বসানো হয়নি। অন্যদিকে ইরানের ওপর ১০% এবং সিরিয়ার ওপর ৪০% শুল্ক আরোপ করা হয়েছে।
ট্রাম্পের এই সিদ্ধান্ত কেন বিতর্কিত?
বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন হয়তো রাশিয়ার সঙ্গে ভবিষ্যৎ আলোচনার জায়গা রাখতে চাইছে। তবে, পুতিনের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক আগেও আলোচনার বিষয় ছিল এখনও তা বিতর্কিত হচ্ছে।
আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প পুতিনের সঙ্গে কোনো ‘গোপন সমঝোতা’ করতে পারেন কিনা, তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে।