শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

কেঁপে উঠলো জাপান

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০৭:০১ পিএম

কেঁপে উঠলো জাপান

ছবি- রূপালী বাংলাদেশ

জাপানের ওসুমি উপদ্বীপের পূর্ব উপকূলে ৬.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) রাতে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএস)।

সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ০৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল মিয়াজাকি প্রিফেকচারের দক্ষিণ অংশে ৪০ কিলোমিটার গভীরে। খবর সিনহুয়া’র।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৩১.০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১৩১.৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এই ভূমিকম্পের ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ওসুমি উপদ্বীপ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে অবস্থিত।

এদিকে, ইন্দোনেশিয়াও আঘাত হেনেছে ভূমিকম্প। দেশটির পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানা যায়।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে এ ভূমিকম্প আঘাত হানে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা বড় ঢেউ (সুনামি) সৃষ্টি হয়নি।

সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানায়, ভূমিকম্পটি ভোর ৪.০৩ মিনিটে অনুভূত হয়, যার কেন্দ্রস্থল ছিল উত্তর হালমাহেরা রিজেন্সির লোলোদা উপ-জেলা থেকে ১২১ কিলোমিটার (৭৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে, সমুদ্রতলের ৪২ কিলোমিটার (২৬ মাইল) গভীরে। মানাডো এবং বিতুং শহরসহ পার্শ্ববর্তী প্রদেশ উত্তর সুলাওয়েসিতেও কম্পন অনুভূত হয়েছে।

আরবি/এসএমএ

Link copied!