ইসরায়েল ‘আগামীকালই’ গাজায় যুদ্ধ শেষ করতে প্রস্তুত। হামাস যদি বন্দিদের মুক্তি দেয় এবং উপত্যকা ছেড়ে চলে যায় তাহলে গাজা যুদ্ধ ‘আগামীকাল’ শেষ হতে পারে। এসব কথা বলেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। ফ্রান্সে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীকে এ কথা জানান সার।
সার বলেন, ‘উপায়টি খুবই সহজ। এজন্য জিম্মিদের ফেরত দিতে হবে এবং হামাসকে গাজা থেকে বেরিয়ে যেতে হবে। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবের ভিত্তিতে আমরা এখনও যুদ্ধবিরতি বাড়ানোর এবং আমাদের জিম্মিদের মুক্তি দেয়ার জন্য আলোচনার সুযোগ দিচ্ছি।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ইসরায়েলের উত্থাপিত নতুন দাবি হলো, চুক্তির দ্বিতীয় ধাপে প্রবেশ না করে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ বাড়ানো। যা জানুয়ারিতে স্বাক্ষরিত হয়। তিন-পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলীতে সংশোধন করার কথাও বলা হয়েছিল।
মূল চুক্তি অনুসারে, প্রতি সপ্তাহে বন্দিদের প্রথম দলকে মুক্তি দেয়ার পর, উভয় পক্ষ যুদ্ধের স্থায়ী সমাপ্তি, অবশিষ্ট বন্দিদের মুক্তি এবং গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার নিয়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করার জন্য সম্মত হয়েছিল।
কিন্তু ইসরায়েল জোর দিয়ে বলছে যে, হামাসের উচিত সকল বন্দিকে মুক্তি দেয়া, নিরস্ত্রীকরণ করা এবং তাদের নেতাদের গাজা ছেড়ে দেয়া। তবে এসব দাবি ইসরায়েল তুলেছে কিন্তু যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দেয়নি।
হামাস যুদ্ধবিরতি ছাড়াই নতুন দাবি প্রত্যাখ্যান করার পর, ইসরায়েল আবারও উপত্যকায় বোমাবর্ষণ শুরু করে এবং সামরিক অভিযান বাড়ায়।
আপনার মতামত লিখুন :