ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

নাগরিকত্ব পাওয়া নিয়ে দুঃসংবাদ দিল ইতালি

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০৮:২১ পিএম
ছবি: ইন্টারনেট

ইতালি সরকারের নতুন নাগরিকত্ব আইন অনুযায়ী, আগের তুলনায় আরো কঠোরভাবে নাগরিকত্ব প্রদান করা হবে। নতুন আইনটি বিশেষত তাদের জন্য যারা ইতালির কোনো পূর্বপুরুষের সঙ্গে সম্পর্কিত, যেমন তাদের বাবা-মা বা দাদা-দাদি ইতালিতে জন্মগ্রহণ করেছিলেন। এর ফলে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে আরও সীমিত ও কঠোর নিয়ম প্রবর্তিত হয়েছে।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি জানিয়েছেন, দেশটির পুরাতন নাগরিকত্ব আইন আর কার্যকরী নয়। এটি অপব্যবহারের সুযোগ সৃষ্টি করছিল। ফলে, অনেক মানুষ যারা বাস্তবে ইতালির সংস্কৃতি বা জনগণের সঙ্গে সম্পর্কিত নয়, তারা নাগরিকত্বের জন্য আবেদন করছিলেন, বিশেষ করে বিশ্ব ভ্রমণ সুবিধার জন্য। এ ধরনের অপব্যবহার বন্ধ করতে নতুন আইন প্রণয়ন করা হয়েছে।

নতুন আইন ও বিধান: নতুন আইন অনুযায়ী, কোনো ব্যক্তির বাবা-মা বা দাদা-দাদি যদি ইতালিতে জন্মগ্রহণ করে থাকেন, তবে তাদের সন্তান স্বয়ংক্রিয়ভাবে ইতালির নাগরিকত্ব পাবেন। এটি বিশেষভাবে প্রভাব ফেলবে প্রায় ৬০ হাজার আবেদনকারীর ওপর, যাদের ইতিমধ্যেই রক্তের সম্পর্কের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে।

এছাড়া, যারা ইতিমধ্যে দ্বৈত নাগরিকত্ব ধারণ করেন, তারা যদি ইতালির নাগরিকত্ব বজায় রাখতে চান, তবে তাদের জন্য কিছু শর্ত আরোপ করা হয়েছে। ট্যাক্স পরিশোধ, ভোটিং ও পাসপোর্ট রিনিউ না করলে তারা ইতালির নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে পড়বেন।

পুরাতন নিয়ম অনুযায়ী, ইতালি নাগরিকত্ব পেতে অনেক বড় সংখ্যক মানুষ আবেদন করেছিলেন—প্রায় ৬ থেকে ৮ কোটি মানুষ, অথচ ইতালির মোট জনসংখ্যা মাত্র ৫ কোটি ৯০ লাখ। এই ব্যাপক আবেদনসমূহের ফলে একটি নতুন, কঠোর এবং সীমিত পদ্ধতির প্রয়োজন ছিল।

নতুন আইন অনুযায়ী, কনস্যুলেটে নাগরিকত্বের আবেদন নেওয়া হবে না এবং এখন থেকে ফেডারেল সরকার এটি অনলাইনে পরিচালনা করবে। আবেদনকারীদের ইতালিতে আসা এবং সাক্ষাৎকার প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।

এই পরিবর্তনটি ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি জানিয়েছেন, যারা বাস্তবিকভাবে ইতালির নাগরিক নয়, তাদের নাগরিকত্ব প্রদান অনেক সময় অনৈতিক ছিল এবং তাদের মাধ্যমে অপব্যবহার করা হচ্ছিল। নতুন আইনের মাধ্যমে এই বিষয়টি সমাধান করা হয়েছে।

নতুন আইনের কারণে সম্ভাব্য প্রতিক্রিয়া: নতুন আইনের মাধ্যমে কিছু পরিবর্তন এসেছে যা ইতালি নাগরিকত্ব প্রাপ্তির প্রক্রিয়াকে আরও কঠিন এবং সুনির্দিষ্ট করেছে। যাদের ইতালির নাগরিকত্ব পাওয়ার স্বপ্ন ছিল, তারা হয়তো কিছুটা হতাশ হতে পারেন, তবে এ পদক্ষেপটি ইতালির জাতীয় নিরাপত্তা ও পরিচয় সংক্রান্ত বিষয়ে আরও সুনির্দিষ্ট এবং শক্তিশালী আইন কার্যকর করবে।