ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় শহর আল হুদাইদাহয় একটি আমেরিকান অত্যাধুনিক ‘এমকিউ-৯’ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে হুতিরা।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীটি জানিয়েছে, তারা আল হুদাইদাহ গভর্নরেটের আকাশসীমায় আরেকটি মার্কিন এমকিউ-৯ (MQ-9) ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
লেবানন-ভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিনের প্রতিবেদন অনুসারে, বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ৭২ ঘণ্টার মধ্যে এটি ভূপাতিত করা দ্বিতীয় ড্রোন। গাজার সঙ্ঘে সংহতি প্রকাশের জন্য ‘প্রতিশ্রুত বিজয় এবং পবিত্র সংগ্রাম’ অভিযানের সময় আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি সফলভাবে ধ্বংস করে।
হুতিরা তাদের দেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার জন্য `শত্রুদের সকল প্রচেষ্টার বিরুদ্ধে অব্যাহত দৃঢ় সংকল্পের` উপর জোর দিয়েছে। তারা নিশ্চিত করেছে, গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এই অভিযান বন্ধ হবে না।
পৃথক আরেক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে, তাদের সামরিক বাহিনীর একাধিক শাখা উত্তর লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী `ট্রুম্যান` এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজের ওপর সমন্বিত আক্রমণ চালিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকান আগ্রাসনের প্রতিশোধ হিসেবে, ইয়েমেনের নৌবাহিনী, ড্রোন ইউনিট এবং ক্ষেপণাস্ত্র কমান্ড একটি অভূতপূর্ব যৌথ অভিযান পরিচালনা করেছে। মার্কিন রণতরী ট্রুম্যান এবং এই অঞ্চলে অন্যান্য শত্রু জাহাজকে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মোতায়েন করা হয়েছে।
এদিকে, ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যাহত রয়েছে। গত ১২ ঘণ্টায় মার্কিন যুদ্ধবিমানগুলো সাদা প্রদেশে ২৭ বার বোমা হামলা চালিয়েছে বলে জানা গেছে।
আল মায়াদিন আরও জানিয়েছে, আমেরিকান সশস্ত্র গোয়েন্দা বিমান উত্তর ইয়েমেনের সাদার মাজাজ এলাকায় একটি যানবাহনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।