শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

শুল্ক তুলে না নিলে প্রতিশোধের হুঁশিয়ারি চীনের

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০৮:২৮ পিএম

শুল্ক তুলে না নিলে প্রতিশোধের হুঁশিয়ারি চীনের

ছবি: ইন্টারনেট

ডোনাল্ড ট্রাম্প বিশ্বের ১৮৫টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর, চীন যুক্তরাষ্ট্রকে দ্রুত এই পদক্ষেপ বাতিল করার জন্য আহ্বান জানিয়েছে। 

চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যদি এই শুল্ক আরোপ বাতিল না করা হয়, তবে তারা পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে। বিবৃতিতে চীন বলেছে, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ তাদের বহু বছরের বহুপাক্ষিক বাণিজ্য আলোচনার মাধ্যমে অর্জিত স্বার্থ এবং আন্তর্জাতিক বাণিজ্য থেকে লাভের ভারসাম্যকে উপেক্ষা করছে। চীন দৃঢ়ভাবে এই পদক্ষেপের বিরোধিতা করে। চীন জানায়, তারা তাদের অধিকার ও স্বার্থ সুরক্ষিত করতে পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আমদানি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর মধ্যে গভীর বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। যা বিশ্বব্যাপী সরবরাহ চেইনকে বিঘ্নিত করতে পারে।

ট্রাম্প বুধবার ঘোষণা করেন, চীন থেকে আমদানি করা পণ্যে চলতি বছরের প্রথমদিকে আরোপ করা ২০ শতাংশ শুল্কের ওপর নতুন করে আরও ৩৪ শতাংশ শুল্ক আরোপ হবে। এর ফলে চীনা পণ্যের ওপর মোট শুল্ক ৫৪ শতাংশে পৌঁছাবে। যা নির্বাচনী প্রচারণার সময়ে ট্রাম্পের দেওয়া ৬০ শতাংশ শুল্কের হুমকির কাছাকাছি।

এছাড়া, ১ এপ্রিল পর্যন্ত চীন ২০২০ সালের যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তি অনুযায়ী ২০ হাজার কোটি ডলারের মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। যার ফলে ট্রাম্প চীনের শুল্ক তদারকি করতে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন।

এই শুল্ক আরোপের ফলে চীন বিকল্প বাজারগুলোর সাথে বাণিজ্য বৃদ্ধির চেষ্টা করতে পারে, তবে যুক্তরাষ্ট্রের বাজারের মত কোন দেশের ক্রয় ক্ষমতা নেই যা চীনের উৎপাদকদের জন্য লাভজনক হতে পারে। চীন প্রতি বছর যুক্তরাষ্ট্রে ৪০ হাজার কোটি ডলারেরও বেশি মূল্যের পণ্য রপ্তানি করে, যা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রূপালী বাংলাদেশ

Link copied!