ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

বিশ্বনেতাদের তীব্র প্রতিক্রিয়া

ট্রাম্পের শুল্কনীতি আরোপে বাণিজ্য যুদ্ধের শঙ্কা

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০৯:২৪ পিএম
ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তার ‘লিবারেশন ডে’ শুল্কনীতি মিত্র দেশগুলোও বাদ পড়েনি। দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোর ওপর ২৫ ও ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্যে বিশাল অশান্তি সৃষ্টি করেছে।

বিশ্বের বিভিন্ন দেশ এই সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে, এবং পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, ২০১৯ সাল থেকে আমাদের দেশ যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় বৈশ্বিক বিনিয়োগকারী। জাপানিজ কোম্পানিগুলো মার্কিন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং রাখছে। আমরা খুবই হতাশ। 

দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ডুক জিউন জানিয়েছেন, এটি দুঃখজনক। মার্কিন শুল্কারোপ বিশ্ব বাণিজ্যের ওপর গভীর প্রভাব ফেলবে। ওয়াশিংটনের সঙ্গে যত দ্রুত সম্ভব আলোচনায় বসব। 

অস্ট্রেলিয়ার সরকারও ট্রাম্পের সিদ্ধান্তকে অযৌক্তিক ও ভিত্তিহীন হিসেবে আখ্যায়িত করেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যানথনি আলবানিজ মন্তব্য করেছেন, এটা আমাদের দুই দেশের অংশীদারীত্বের বিরুদ্ধে, এবং এটা কোনো বন্ধুর কাজ নয়। বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়বে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, এটা বিশ্ব অর্থনীতির জন্য বিশাল ধাক্কা। বিশ্ব বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি গোটা পৃথিবীর ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হবে। তবে আমরা পাল্টা পদক্ষেপ নিতে প্রস্তুত।

এছাড়া, লাতিন আমেরিকার দেশ ব্রাজিলও এই শুল্কারোপের বিপরীতে পদক্ষেপ নিয়েছে। দেশটির পার্লামেন্ট শুল্ক আরোপের মাধ্যমে ব্যবসায়িক স্বার্থ সুরক্ষায় আইন পাস করেছে, এবং এমন যেকোনো দেশকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

বিশ্বব্যাপী এই উত্তেজনা শিগগিরই বাণিজ্য যুদ্ধের রূপ নিতে পারে, এবং এতে আন্তর্জাতিক অর্থনীতি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।