তুরস্কে ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেপ্তারের বিরুদ্ধে দেশটির বিরোধী দলগুলো প্রতিবাদ জানিয়ে সরকারের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কোম্পানির পণ্য ও সেবা বর্জনের আহ্বান জানিয়েছে।
বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) দুই সপ্তাহ আগে ইমামোগলুর মুক্তির দাবিতে এ বয়কটের ডাক দেয়। যা বুধবার আরও ব্যাপক আকার নেয়। এদিন এক দিনের জন্য কেনাকাটা বন্ধ রাখারও আহ্বান জানানো হয়। এতে সমর্থন জানিয়ে বেশ কিছু দোকানপাট বন্ধ রাখা হয়।
তুরস্কের সরকার বিরোধী দলের এই বয়কট কর্মসূচির তীব্র নিন্দা জানিয়ে এটিকে ‘অর্থনীতির বিরুদ্ধে ধ্বংসাত্মক প্রচেষ্টা’ বলে উল্লেখ করেছে। বাণিজ্যমন্ত্রী ওমর বোলাত বলেন, এটি দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি। ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলমাজও এই বয়কট আন্দোলনকে ব্যর্থ উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেছেন।
মেয়র ইমামোগলুকে দুর্নীতি ও সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতার অভিযোগে গত ১৯ মার্চ আটক করা হয়। তবে বিরোধী দলগুলো এই অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘একটি রাজনৈতিক ক্যু’ হিসেবে বর্ণনা করছে। ইমামোগলুর মুক্তির দাবিতে রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলসহ বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে।
এদিকে, জার্মানির সাবেক ফুটবলার মেসুত ওজিলসহ সরকারপন্থি কয়েকজন তারকা বয়কটের বিরুদ্ধে তাদের অবস্থান জানিয়েছেন। এই বয়কট আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন সিএইচপি চেয়ারম্যান ওজগুর ওজেল।