শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

স্বর্ণের বিশাল দর পতন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ১১:৩৬ এএম

স্বর্ণের বিশাল দর পতন

প্রতীকী ছবি

ট্রাম্পের নতুন শুল্ক বৃদ্ধির ঘোষণাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল স্বর্ণের দাম। স্বর্ণের দামে সৃষ্টি হয় একের পর এক রেকর্ড।

ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার আগে প্রতি আউন্স সোনার দাম রেকর্ড ৩ হাজার ১৬২ ডলার ছাড়িয়ে যায়। তবে মাকির্ন প্রেসিডেন্টের শুল্ক আরোপের ঘোষণার পর স্বর্ণের দামে বড় পতন ঘটেছে। 

একদিনেই প্রতি আউন্স স্বর্ণের দাম ৭০ ডলারেরও বেশি কমে গেছে।

ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনি প্রচারণার সময় যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদারদের ওপর এ ধরনের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। বিশ্বের বেশিরভাগ দেশ ও অঞ্চলের ওপর বুধবার প্রতিশোধমূলক পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

দেশটির বাণিজ্য ঘাটতি কমানো এবং মার্কিন শিল্পকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে এমন কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীনের পণ্য আমদানির ওপর ৩৪ শতাংশ, বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ, ভারতের ওপর ২৬ শতাংশ, জাপানের ওপর ২৪ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক শুল্ক দু’টি ধাপে কার্যকর হবে। প্রথম ধাপে, ন্যূনতম শুল্ক (১০ শতাংশ) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। দ্বিতীয় ধাপে, উচ্চতর শুল্ক (যেমন বাংলাদেশের জন্য ৩৭ শতাংশ) ৯ এপ্রিল থেকে কার্যকর হবে।

ট্রাম্প’র এই শুল্ক আরোপের ঘোষণা আসার আগে এটি ঘিরে বিশ্ববাজারে বেশ অস্থির হয় স্বর্ণের দাম। এক সপ্তাহের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৩৭ ডলার থেকে বেড়ে ৩ হাজার ১৬২ দশমিক ৬০ ডলারে উঠে যায়।

অবশ্য এই রেকর্ড দাম স্পর্শ করার পর পরই দরপতনের মধ্যে পড়ে স্বর্ণ। বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৩ হাজার ৯০ ডলারে নেমে গেছে। অর্থাৎ একদিনেই প্রতি আউন্স স্বর্ণের দাম ৭২ ডলার কমে গেছে।

বিশেষজ্ঞদের ধারণা, ট্রাম্পের নতুন শুল্ক বৃদ্ধির ঘোষণা স্বর্ণের বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে এবং বাজারকে আরও অস্থির করতে পারে। 

আরবি/এসএম

Link copied!