রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ইরানের বিরুদ্ধে যেকোনও সামরিক হামলার হুমকি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে মস্কো।
একই সঙ্গে মার্কিন সরকারকে সতর্ক করে দিয়ে রাশিয়া বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা ফেলা হলে তা সম্ভাব্য বিপর্যয়কর ফলাফলের দিকে ধাবিত হতে পারে।
বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি দিয়েছেন।
এর আগে, গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান পারমাণবিক কর্মসূচির বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনও চুক্তিতে না পৌঁছায় তাহলে ইরানে বোমা হামলা চালানো হবে বলে হুমকি দেন।
এই হুমকির পর ওই অঞ্চলে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
ইরানের পারমাণবিক কর্মসূচি ও বর্তমান পরিস্থিতির বিপদ সম্পর্কে জানতে চাইলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের পারমাণবিক কর্মসূচির সমাধান খুঁজে বের করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ মস্কো। তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকারে সম্মান জানায় রাশিয়া।
মস্কোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘‘পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে ইরানের বিরোধীদের সামরিক বাহিনীর ব্যবহার অবৈধ এবং অগ্রহণযোগ্য।
বাইরে থেকে ইরানের পারমাণবিক অবকাঠামো স্থাপনায় বোমা হামলার হুমকি অনিবার্যভাবে এক অপরিবর্তনীয় বৈশ্বিক বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। এসব হুমকি একেবারে গ্রহণযোগ্য নয়।’’
পশ্চিমা বিশ্বের শক্তিধর দেশগুলো ইউরেনিয়ামের উচ্চ মজুতের মাধ্যমে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা গড়ে তোলার গোপনীয় অ্যাজেন্ডা বাস্তবায়নে ইরান কাজ করছে বলে অভিযোগ তুলেছে।
অন্যদিকে, বরাবরের মতোই এসব অভিযোগ অস্বীকার করে তেহরান বলেছে, তারা কেবল বেসামরিক পারমাণবিক জ্বালানি শক্তি কর্মসূচি নিয়ে কাজ করছে।
সূত্র: রয়টার্স।