ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

পাপুয়া নিউগিনির উপকূলে ৬.৯ মাত্রার ভূমিকম্প

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০৯:৫৩ এএম
ছবি: সংগৃহীত

পাপুয়া নিউগিনিতে শনিবার (৫ এপ্রিল) সকাল ৬:০৪ এ স্থানীয় সময় (২০:০৪ GMT) ৬.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্র ছিল কিম্বে শহরের প্রায় ১৯৪ কিলোমিটার (১২০ মাইল) দক্ষিণ-পূর্বে, যা পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন দ্বীপের উপকূলে ঘটেছিল।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (USGS) জানিয়েছে, ভূমিকম্পটি ছিল এক পৃষ্ঠভূমি কম্পন, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল)। এটি সুনামির পূর্বাভাস দিয়েছে, যার উচ্চতা এক থেকে তিন মিটার হতে পারে। এ তথ্য জানিয়েছে মার্কিন প্রশান্ত মহাসাগর সুনামী সতর্কতা কেন্দ্র।

পাশাপাশি, সোলোমন দ্বীপপুঞ্জে ছোট ছোট তরঙ্গের সম্ভাবনা ছিল, যা ০.৩ মিটারেরও কম হতে পারে।

ভূমিকম্পটির পরে প্রায় ৩০ মিনিট পর, একই অঞ্চলে একটি আরও ছোট ভূমিকম্প, যার প্রাথমিক মাত্রা ছিল ৫.৩, অনুভূত হয়। এটি আরও নিশ্চিত করে যে পাপুয়া নিউগিনির উপকূলীয় অঞ্চলে ভূমিকম্পের গতিবিধি এখনো সক্রিয় রয়েছে।

পাপুয়া নিউগিনি এমন একটি দেশ যা ‘রিং অফ ফায়ার’ এর মধ্যে অবস্থিত, যেখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। এই ভূমিকম্পগুলো সাধারণত জনবহুল এলাকায় তেমন ক্ষয়ক্ষতি না করলেও, প্রত্যন্ত অঞ্চলগুলোতে তারা বিধ্বংসী ভূমিধস সৃষ্টি করতে পারে।

ভূমিকম্পের পরবর্তী ক্ষয়ক্ষতি বা সুনামির আঘাত সম্পর্কে আরও বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি, তবে স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলেছে।

নিরাপত্তা সতর্কতা:

আঞ্চলিক সুনামি সতর্কতা এবং উদ্ধারকাজ শুরু হয়েছে। পাপুয়া নিউগিনির কর্তৃপক্ষ জনগণকে উপকূলীয় এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।

পাপুয়া নিউগিনির জন্য ভূমিকম্পে সতর্কতা এবং দ্রুত তৎপরতার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানোর প্রচেষ্টা চলছে।