ঢাকা রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫

কানাডায় ছুরিকাঘাতে ভারতীয় নাগরিককে হত্যা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০২:২৬ পিএম
প্রতীকী ছবি

কানাডায় ভারতীয় এক নাগরিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অটোয়ার কাছে কানাডার রকল্যান্ড এলাকায় ভারতীয় এই নাগরিককে হত্যা করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

কানাডায় ভারতীয় দূতাবাস শনিবার (৫ এপ্রিল) সকালে এ তথ্য জানিয়েছে। 

কানাডায় ভারতীয় দূতাবাস এক্সে দেয়া এক পোস্টে লিখেছে, "অটোয়ার কাছে রকল্যান্ডে ছুরিকাঘাতে ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। পুলিশ জানিয়েছে একজন সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেয়া হয়েছে।

আমরা শোকাহত আত্মীয়দের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের জন্য একটি স্থানীয় কমিউনিটি অ্যাসোসিয়েশনের মাধ্যমে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি।"

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকালে ক্লারেন্স-রকল্যান্ডে একজন মারা গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, ভারতীয় দূতাবাস পোস্টে যে ঘটনা উল্লেখ করেছে, এটি একই ঘটনা কিনা তা এখনো স্পষ্ট নয়।

সিবিসি নিউজ জানিয়েছে, রকল্যান্ডের বাসিন্দাদের এই এলাকায় পুলিশের উপস্থিতি বাড়াতে পরামর্শ দিয়েছে অন্টারিও প্রাদেশিক পুলিশ।

 

 

সূত্র : এনডিটিভি