ঢাকা রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫

আতঙ্কে ভারত, ‘চিকেনস নেকে’ ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০৭:১৫ পিএম
ছবি: সংগৃহীত

‘সেভেন সিস্টার্স’ নিয়ে হঠাৎই আতঙ্ক ও চিন্তায় পড়ে গেছে ভারত। ফলশ্রুতিতে ‘চিকেনস নেক’ খ্যাত শিলিগুড়ি করিডোরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নয়াদিল্লি।

পশ্চিমবঙ্গের এই সংকীর্ণ ভূমি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে দেশটির অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত করেছে। যেখানে নেপাল, বাংলাদেশ, ভুটান এবং চীনের সীমান্ত রয়েছে।

ওই করিডোরে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র জড়ো করেছে। এমনকি সেখানে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও মোতায়েন করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদন বলছে, ওই এলাকায় কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ভারত সরকার।

এক্ষেত্রে উন্নত সামরিক অস্ত্র মোতায়েন করা হয়েছে। সেখানে ভারতীয় বিমান বাহিনী মিগ বিমানের পাশাপাশি হাশিমারা বিমানঘাঁটিতে রাফাল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন মোতায়েন করেছে।
একই সঙ্গে সম্ভাব্য হুমকি মোকাবিলায় সেখানে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি রেজিমেন্ট মোতায়েন করেছে ভারতীয় সেনাবাহিনী।

এছাড়া সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হিসেবে আকাশপথ ব্যবহার করে যে কোনও ধরনের হামলা ঠেকাতে ওই অঞ্চলে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যে কোনও ধরনের অনুপ্রবেশের বিরুদ্ধে আকাশসীমার সুরক্ষা নিশ্চিতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে এমআরএসএএম ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

 

সেই সঙ্গে নিয়মিত সামরিক টহল দেওয়া হচ্ছে। এক্ষেত্রে ভারতীয় সামরিক বাহিনীর ত্রিশক্তি কর্পস টি-৯০ ট্যাংক-সহ তাজা গুলি বর্ষণের মহড়া পরিচালনা করছে। যে কোনও পরিস্থিতি নিজেদের অভিযানের প্রস্তুতি জোরদারের লক্ষ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত শুক্রবার দুই দেশের কূটনৈতিক তৎপরতায় ব্যাংককে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মুদি প্রথমবারের মতো বৈঠক করেন।

এর কয়েক দিন আগে চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতে সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করেছিলেন। সেখানে ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও বাংলাদেশে চীনের সম্ভাব্য বিনিয়োগের বিষয়ে কথা বলেন তিনি।

মূলত প্রধান উপদেষ্টার ওই মন্তব্যের পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের সুরক্ষা সম্পর্কে ভারতে উদ্বেগ দেখা গেছে। কারণ ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় এই করিডোর সাধারণত ‘চিকেনস নেক’ নামে পরিচিত।

ইন্ডিয়া টুডে বলছে,  সাম্প্রতিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে ভারত এই গুরুত্বপূর্ণ করিডোরের নিরাপত্তায় ব্যাপক সুরক্ষা ব্যবস্থা বৃদ্ধি করেছে।

গণমাধ্যমটি বলছে, আঞ্চলিক হুমকির বিরুদ্ধে ভারত সতর্ক অবস্থায় রয়েছে।