ভারতের মণিপুর রাজ্যে ফের সহিংসতার ঘটনা ঘটেছে। কর্মকর্তারা জানিয়েছেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে সন্দেহভাজন দুর্বৃত্তরা একজন গ্রামের প্রধানকে লাঞ্ছিত করার পর শনিবার (৫ এপ্রিল) মণিপুরে দুই উপজাতির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এদিন দুপুরে বেশকিছু সশস্ত্র ব্যক্তি কাংপোকপি জেলার কনসাখুল গ্রামে প্রবেশ করে এবং সেখানে গ্রামের প্রধান আইমসন আবোনমাইসহ বেশ কয়েকজন বাসিন্দার ওপর আক্রমণ চালায়। স্থানীয় নাগা-অধ্যুষিত কনসাখুল গ্রামের বাসিন্দারা জানান, সশস্ত্র হামলাকারীরা কুকি সম্প্রদায়ের সদস্য, যারা পার্শ্ববর্তী হারাওথেল গ্রাম থেকে এসেছিল।
হামলার পর আহত আইমসন আবোনমাইকে ইম্ফলের আঞ্চলিক ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এইমস) ভর্তি করা হয়। অন্যদিকে, আহত আরও আটজনকে খুরখুল প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে কেউই আশঙ্কামুক্ত নয়।
এদিকে, রোংমেই নাগা কাউন্সিল এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট আথুয়ান গাংমে সাংবাদিকদের বলেন, ‘আমরা কুকি নেতৃবৃন্দকে ভবিষ্যতে এই ধরনের ঘটনার অনুমতি না দেয়ার জন্য আবেদন করছি। পাহাড়ে অশান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে, কারণ রাজ্যে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত চলছে।’
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কনসাখুলসহ অন্যান্য পাহাড়ি গ্রামে আরও নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :