ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

মালয়েশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ বাংলাদেশি শ্রমিক

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০১:৩২ পিএম
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের সুঙ্গাই বুলোহ এলাকায় তিনটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। বর্তমানে তিনি সুঙ্গাই বুলোহ হাসপাতালে চিকিৎসাধীন। 

স্থানীয় সময় শনিবার (৫ এপ্রিল) দুপুর ১টা ৪১ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দমকলকর্মীরা। অগ্নিকাণ্ডে দগ্ধ শ্রমিকের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তিনি একজন বাংলাদেশি নাগরিক এটি নিশ্চিত করেছে স্থানীয় পত্রিকাগুলো।

এ ঘটনায় জানা গেছে, আগুনে একটি টেক্সটাইল ও রিসাইক্লিং কারখানার ৮০ শতাংশ, একটি ধাতব কারখানার ৭০ শতাংশ এবং একটি কাঠের কারখানার ৯০ শতাংশ পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হয়নি। বিকেল ২টা ৫১ মিনিটের দিকে আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে আসে।