মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫

‘মাইক্রোসফটের হাতে ফিলিস্তিনিদের রক্ত লেগে আছে’

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০৭:৪৯ পিএম

‘মাইক্রোসফটের হাতে ফিলিস্তিনিদের রক্ত লেগে আছে’

ছবি : রয়টার্স

টেক জায়ান্ট মাইক্রোসফটের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে বাধা দিয়েছেন ফিলিস্তিনপন্থী কর্মীরা। মূলত ইসরায়েলি সামরিক বাহিনীতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সরবরাহের প্রতিবাদে বিক্ষোভ করেন তারা। খবর আল-জাজিরা ও রয়টার্স

শুক্রবার (৪ এপ্রিল) মাইক্রোসফটের এআই সিইও মুস্তাফা সুলেইমান এআই সহকারী পণ্য, কোপাইলটের জন্য দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি উপস্থাপনের সময় বিক্ষোভ শুরু হয়। সেখানে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এবং প্রাক্তন সিইও স্টিভ বলমার উপস্থিত ছিলেন।

‘মুস্তফা, লজ্জা হচ্ছে’ বলে চিৎকর করতে করতে মঞ্চের দিকে এগিয়ে আসেন মাইক্রোসফটের কর্মী ইবতিহাল আবূসসাদ। সুলেমান তার বক্তৃতা থামিয়ে দেন।

ইবতিহাল আবূসসাদ বলেন, ‘তুমি দাবি করো, এআই ব্যবহারের ব্যাপারে তুমি চিন্তিত। কিন্তু মাইক্রোসফট ইসরায়েলি সেনাবাহিনীর কাছে এআই অস্ত্র বিক্রি করে। ৫০ হাজার মানুষ মারা গেছে। ফিলিস্তিনে গণহত্যার জন্য মাইক্রোসফট দায়ী।’

সুলেমান জবাব দেন। বলেন, ‘তোমার প্রতিবাদের জন্য ধন্যবাদ, আমি তোমার কথা শুনছি’।

আবূসসাদ আবারও চিৎকার করে বলতে থাকেন, সুলেমান এবং ‘সমস্ত মাইক্রোসফটের’ হাতে রক্ত ​​লেগে আছে।

অনুষ্ঠান থেকে বের করে দেওয়ার আগে আবুসসাদ মঞ্চে একটি কেফিয়া স্কার্ফও ছুঁড়ে মারেন, যা ফিলিস্তিনি জনগণের সমর্থনের প্রতীক হয়ে উঠেছে।

চলতি বছরের শুরুতে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক অনুসন্ধানী প্রতিবেদনে জানা যায়, গাজা ও লেবাননে যুদ্ধের সময় বোমা হামলার লক্ষ্যবস্তু নির্বাচনের জন্য ইসরায়েলি সামরিক কর্মসূচির অংশ হিসেবে মাইক্রোসফট এবং ওপেনএআই-এর এআই মডেল ব্যবহার করা হয়েছিল।

দ্বিতীয়বার অনুষ্ঠানের মাঝে বাধা দেন আরেক কর্মী মাইক্রোসফটের কর্মচারী ভানিয়া আগরওয়াল। বিল গেটস, স্টিভ বলমার ও বর্তমান সিইও সত্য নাদেলা মঞ্চে থাকা অবস্থান তিনি বিক্ষোভ করেন। ২০১৪ সালের পর মাইক্রোসফটের সিইও থাকা তিন ব্যক্তির মধ্যে এটিই প্রথম বড় অনুষ্ঠানে অংশগ্রহণ। ওই বছর ফেব্রুয়ারিতে একটি চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ করা পাঁচজন মাইক্রোসফট কর্মীকে নাদেলের সঙ্গে বৈঠক থেকে বহিষ্কার করা হয়।

আরবি/এসএমএ

Link copied!