গাজায় চলমান ইসরায়েলি আক্রমণের প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) ফিলিস্তিনি জাতীয় ও ইসলামিক বাহিনী বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনের ওয়াফা সংবাদ সংস্থা।
এক বিবৃতিতে ওয়াফা জানিয়েছে, গাজায় ইসরায়েলি আক্রমণের কারণে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনা এবং ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলা তুলে ধরার জন্য ধর্মঘটের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে।
এ বিবৃতিতে আরো বলা হয়েছে, এটি যুদ্ধের অবসান, গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচার এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক চাপ সৃষ্টির লক্ষ্যে একটি প্রচেষ্টা হিসেবে কাজ করবে। ধর্মঘটের মাধ্যমে স্থানীয় এবং আন্তর্জাতিক স্তরে ফিলিস্তিনির অধিকার ও নিরাপত্তা বিষয়ক সজাগতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
এই ধর্মঘট বিশ্বব্যাপী সমর্থন লাভের প্রত্যাশা রেখে ফিলিস্তিনিদের প্রতি বৈশ্বিক সহানুভূতি এবং শান্তির দাবি তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় কমপক্ষে ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে, ২০২৩ সালের অক্টোবর থেকে নেতানিয়াহু বাহিনীর বর্বর হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৬৯৫ জনে।
সূত্র: মিডল ইস্ট আই
আপনার মতামত লিখুন :