বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫

ট্রাম্পের হুমকি, কঠোর জবাব দেবে ইরান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ১২:২৫ এএম

ট্রাম্পের হুমকি, কঠোর জবাব দেবে ইরান

ছবি: সংগৃহীত

ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের সাইয়্যেদ আল-শুহাদা ব্রিগেডের মহাসচিব আবু আলা আল-ওয়ালাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে দেওয়া ‘খালি হুমকি’-র প্রতি শক্ত প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ইরাক সবসময় প্রয়োজনের মুহূর্তে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে সমর্থন করবে, তাদের বিবেক এবং রক্ত দিয়ে।

বৃহস্পতিবার তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি বার্তায় আল-ওয়ালাই বলেছেন, ‘একজন সম্মানিত ব্যক্তি কখনোই সঠিক এবং ভুলের মধ্যে নিরপেক্ষ থাকতে পারে না।’

তিনি ঐতিহাসিক ব্যক্তিত্বদের উদাহরণ হিসেবে নবী মূসা (আ.) এবং ফেরাউন, নবী মুহাম্মদ (সা.) এবং আবু জাহলকে তুলনা করেছেন, এবং যুক্তরাষ্ট্রকে ইরান বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দেখানোর জন্য অভিযুক্ত করেছেন।

তিনি আরও বলেছেন, ‘যেমন আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছি, ঠিক তেমনি আমরা আমাদের বিবেক এবং রক্ত দিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পাশে দাঁড়িয়ে তাকে রক্ষা করব।’

আল-ওয়ালাই তার বক্তব্যে বলেন, ‘আমাদের নীতিগুলো অবিচল এবং অপরিবর্তনীয়। হে ঈশ্বর, আপনি সাক্ষী থাকুন।’

এই মন্তব্যের মাধ্যমে ইরাকি প্রতিরোধের পক্ষ থেকে ইরানকে সমর্থনের প্রতি দৃঢ় প্রতিজ্ঞা এবং মার্কিন হুমকির প্রতি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে, যা ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনা এবং সংকটের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অবস্থান নিতে পারে।

 

 

আরবি/জেডি

Link copied!