ইসরায়েলের প্রায় তিন-চতুর্থাংশ মানুষ মনে করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত। কারণ তাদের বিশ্বাস ২০২৩ সালের ৭ সেপ্টেম্বরের ঘটনার দায় পুরোপুরিই নেতানিয়াহুর এবং তিনিই এর ইন্ধনদাতা।
রোববার (৬ এপ্রিল) প্রকাশিত এক জরিপের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। ৭৫৯ জনের ওপর জরিপটি পরিচালনা করে ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের (আইডিআই) ইসরায়েলি ভয়েস ইনডেক্স।
গত ফেব্রুয়ারি মাসের এই জরিপে দেখা যায়, ৪৮ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন নেতানিয়াহুর অবিলম্বে পদত্যাগ করা উচিত। আর মাত্র ২৪.৫ শতাংশ বিশ্বাস করেন গাজা যুদ্ধ শেষের পর তার পদত্যাগ করা উচিত।
১৪.৫ শতাংশের মত, পদত্যাগ না করেই বিবি নেতানিয়াহুর পরবর্তী টার্মের জন্য পুনরায় প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া উচিত। মাত্র ১০ শতাংশ ইসরায়েলি তৃতীয়বারের মতো তার প্রধানমন্ত্রী হওয়ার বিরোধিতা করেছেন।
সামগ্রিকভাবে এখনই বা যুদ্ধের পরে নতুন দায়িত্ব নেয়া ও পদত্যাগের বিষয়ে মত দিয়েছেন ৭২.৫ শতাংশ ইসরায়েলি নাগরিক। অন্যদিকে ৮৭ শতাংশই দৃঢ় বিশ্বাস করেন যে, পদত্যাগের বিষয়টি বিবেচনা না করে তার উচিত ৭ অক্টোবরের ঘটনায় সম্পৃক্ততা ও ব্যর্থতার দায় নিজ কাঁধে নেয়া।
আইডিআই জরিপটিতে ৪৫ শতাংশ ইহুদি নেতানিয়াহুকে পদত্যাগ করার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। একই মত দিয়েছেন ৫৯ শতাংশ ইসরায়েলে বসবাসরত আরবরা৷ বামপন্থি ৮৩.৫ ও কেন্দ্রপন্থি ৬৯ শতাংশ ‘এই মুহূর্তে’ নেতানিয়াহুর পদত্যাগের পক্ষে, যেখানে মাত্র ২৫.৫ শতাংশ ডানপন্থিরা এর বিরোধিতা করেছেন।
চ্যানেল ১২-এর একটি জরিপে দেখা গেছে, নেতানিয়াহুপন্থি ব্লক চলতি সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হলে ১২০ সদস্যের নেসেটে মাত্র ৪৮টি আসন পাবে। এই জরিপে ফল প্রকাশের কিছুক্ষণ পরেই আইডিআইর ফল প্রকাশ করা হয়।
ওই জরিপে আরও দেখা যায়, ৬০ শতাংশ ইসরায়েলি জনগণ বলছেন, নেতানিয়াহুর প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা উচিত। আর ৩১ শতাংশ চান তিনি স্বপদেই বহাল থাকুক। তবে ৯ শতাংশ ইসরায়েলি এ নিয়ে এখনো ধোঁয়াশায় আছেন।
সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকেই পুনরায় সরকারপ্রধান হিসেবে উপযুক্ত মনে করেন বলে চ্যানেল ১২-এর জরিপে উঠে এসেছে।
আপনার মতামত লিখুন :