ঢাকা বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ৪, আহত ২০

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ১০:০৪ এএম
ছবি: সংগৃহীত

ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যাহত রয়েছে। রোববার (৬ এপ্রিল) রাজধানী সানায় চালানো একটি বিমান হামলায় অন্তত ৪ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন, জানিয়েছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা সোমবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে, সানার একটি বাড়িতে আঘাত হানা বিমান হামলায় চারজন নিহত হন এবং ২০ জনের বেশি আহত হন। এদের মধ্যে অনেকেই নারী ও শিশু।

এ ছাড়া, সানার পশ্চিমে বনি মাতার জেলার আল-জাবাল আল-আসওয়াদ এলাকায় তিনটি বিমান হামলা চালানো হয়। তবে এই হামলায় কতজন হতাহত হয়েছেন তা এখনো পরিষ্কার নয়।

এর আগে, হুতিরা জানিয়েছে যে, মার্কিন বিমান হামলায় তাদের সাদাহ এলাকার একটি ঘাঁটিতে কমপক্ষে দুজন নিহত এবং নয়জন আহত হয়েছেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিমান হামলার ভিডিও পোস্ট করেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে, হুতি বিদ্রোহীদের একটি সমাবেশের ওপর বিমান হামলা চালানো হয়েছে। তবে হুতি নেতারা এই দাবি অস্বীকার করেছেন, এবং তাদের বক্তব্য, হামলায় নিরস্ত্র বেসামরিক নাগরিকদের লক্ষ্য করা হয়েছে।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে একের পর এক হামলা চালিয়ে আসছে হুতিরা। এর প্রতিশোধ হিসেবে গত ১৫ মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে, হুতিদের লক্ষ্য করে এখন পর্যন্ত ২০০টিরও বেশি হামলা চালানো হয়েছে।  

ইয়েমেনের নাগরিকদের ওপর হামলার কারণে আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে, বিশেষত এই যুদ্ধবিধ্বস্ত দেশটির মানবিক সংকট আরও গভীরতর হচ্ছে।