ভারতের পাঁচ রাজ্যের ২১ শহরের তাপমাত্রা গতকাল রোববার ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হয়েছে। আগামী তিন দিনেও দিল্লিবাসীদের এমন তীব্র তাপদাহের মধ্যে থাকতে হতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট ও উড়িষ্যার বিভিন্ন শহরেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এই কয়েক দিনের মধ্যে প্রায় প্রতিটি শহরের তাপমাত্রা ৬ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে।
ভারতের আবহাওয়া অফিস জানায়, তাপমাত্রা বাড়ার অন্যতম কারণ হলো বাতাসের গতি কমে যাওয়া, বিশেষ করে দিল্লিতে।
আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে ভূপৃষ্ঠে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮-১০ কিলোমিটার হতে পারে। এরপর বাতাসের গতি ধীরে ধীরে কমে যাবে এবং বিকেলে দক্ষিণ-পূর্ব দিক থেকে ৪-৬ কিলোমিটার বেগে প্রবাহিত হবে। সন্ধ্যা ও রাতে এটি দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ কিলোমিটার বা তারও কম গতিতে প্রবাহিত হবে।
এদিকে, গতকাল রাজস্থানের বারমেরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিসের আশঙ্কা, ৬-১০ এপ্রিলের মধ্যে গুজরাটের কিছু অংশে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। একই সময়ে রাজস্থানে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে।
এ ছাড়া, হিমাচল প্রদেশের কিছু বিচ্ছিন্ন এলাকা, হরিয়ানা, চণ্ডিগড়, পাঞ্জাব, মধ্যপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশেও তাপপ্রবাহের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অফিস।
আপনার মতামত লিখুন :