ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

খুঁজে খুঁজে সাংবাদিকদের হত্যা করছে ইসরায়েল

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৫:২৫ পিএম
ইসরায়েলি হামলায় সাংবাদিকদের ক্ষতিগ্রস্ত তাঁবু ছবি: দ্য গার্ডিয়ান

গাজায় ইসরায়েলি তাণ্ডব চলছেই। স্বেচ্ছাসেবক, স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমকর্মী কেউই ছাড় পাচ্ছেনা এই বর্বর হামলা থেকে। 
এর ধারাবাহিকতায় এবার সরাসরি গণমাধ্যমকর্মীদের তাঁবুতে হামলা চালাল ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ।

খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের তাঁবুতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে, কমপক্ষে দুইজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। 

ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটির বেসামরিকদের বাড়িঘর লক্ষ্য করে অবিরাম হামলা চলছেই। গতকাল রোববার একদিনেই নিহত হয়েছেন প্রায় ৫০ জন। 

মধ্য দেইর এল-বালাহ এলাকার পাঁচটি পাড়ার বাসিন্দাদের পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর নতুন করে এই হামলা চালানো হয়েছে। 

ফিলিস্তিনি স্থানীয় গণমাধ্যম কুদ্স নিউজ নেটওয়ার্কের এক প্রতিবেদনে জানা যায়, আজ সোমবার খান ইউনিসের আল নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের তাঁবু লক্ষ্য করে এ হামলা চালানো হয়। 

হামলায় জালেমি আল ফাকাওয়ি নামের এক সাংবাদিকসহ দুই জনের মৃত্যু হয়েছে। নিহত আরেক ব্যক্তির নাম ইউসুফ আল খাজানদার। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৭ গণমাধ্যমকর্মী।

এদিকে, ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে একজন ফিলিস্তিনি-আমেরিকান ছেলেকে গুলি করে হত্যা করেছে এবং দক্ষিণ লেবাননে আরও দুজনকে হত্যা করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৫০,৬৯৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১১৫,৩৩৮ জন আহত হয়েছে। 

সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা আপডেট করে ৬১,৭০০ এরও বেশি বলেছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধারণা করা হচ্ছে।

এসব অব্যাহত হামলার জবাবে জবাব দেয়ার চেষ্টা করছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। গতকাল রোববার ইসরায়েলি দুই শহর লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হামাস যোদ্ধারা। 

ইসরায়েলের সংবাদপত্র হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, আশকেলন ও গান ইয়াভনি শহরে রকেটের ধ্বংসাবশেষ পড়তে দেখা গেছে। এতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত তিনজন।

তবে ইসরায়েল দাবি করছে, গাজা থেকে ইসরায়েলের শহর লক্ষ্য করে ছোড়া ১০টি রকেট শনাক্ত করে সেগুলোর বেশির ভাগই প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হামাসের মাত্র ১ টি রকেট আঘাত আনতে সক্ষম হয়েছে।

 

সূত্র: আলজাজিরা