ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতির স্তর ক্রমাগত উন্নত করছে এবং বজায় রাখার চেষ্টা করছে।
রোববার (৬ এপ্রিল) একটি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘ইরান তার সশস্ত্র বাহিনীর সক্ষমতা ক্রমাগত বাড়িয়ে চলেছে, যাতে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য তারা প্রস্তুত থাকতে পারে।’
রয়টার্সের রিপোর্টের প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই আরো বলেন, ইরানের সামরিক বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে যেন তারা ইরানের বিরুদ্ধে যেকোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের জন্য তাদের ভূখণ্ড ব্যবহার না করে।
ইরানের প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক নিয়ে বাঘাই বলেন, ‘আমাদের কৌশলগত নীতি হলো, প্রতিবেশীদের নিরাপত্তা এবং আঞ্চলিক নিরাপত্তা ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অংশ।’
তিনি আরো বলেন, ‘আমরা কখনোই প্রতিবেশী দেশগুলোকে আক্রমণ করার লক্ষ্য নিয়ে কোনো জোটে অংশগ্রহণ করিনি। বরং আমরা সব সময় সুপ্রতিবেশীসুলভ আচরণ, আঞ্চলিক সহযোগিতা এবং উত্তেজনা সৃষ্টির বিরুদ্ধে নীতি গ্রহণ করেছি।’
শেষে বাঘাই জানান, ‘বাস্তবে আমরা আমাদের প্রতিবেশীদের সতর্ক করেছি যাতে তারা যেকোনো দুঃসাহসিক কর্মকাণ্ডের পরিণতি সম্পর্কে সচেতন থাকে, তা সে ইহুদিবাদী শাসনব্যবস্থার পক্ষ থেকে হোক অথবা বহির্বিশ্বের কোনো শক্তির পক্ষ থেকে হোক।’