মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫

এক দানা গমও গাজায় ঢুকবে না: ইসরায়েলি মন্ত্রী

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৮:৪১ পিএম

এক দানা গমও গাজায় ঢুকবে না: ইসরায়েলি মন্ত্রী

ছবি: সংগৃহীত

গাজায় আর কোনো খাবার প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোট্রিচ। এর ফলে সেখানে মানবিক সহায়তার পথও এখন বন্ধ হয়ে গেল বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (৭ এপ্রিল) ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোট্রিচ মাইক্রোব্লগিং সাইট এক্সে এক পোস্টে লেখেন, ‘এক দানা গমও এই অঞ্চলে প্রবেশ করবে না।’

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই বলছে, এ পোস্টের আগে বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয় যে, ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেবে না বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এ নিয়ে আলোচনাও হয় ব্যাপক।

ইসরায়েলি দৈনিক ম্যাস মার্কেট সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথের উদ্ধৃতি দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ‘হামাসকে সাহায্য না দিয়ে জনগণের কাছে সাহায্য বিতরণের জন্য একটি পাইলট প্রকল্প নিয়ে কাজ করছে সেনাবাহিনী।’

কিন্তু পরে এই প্রতিবেদনকে ভুল বলে আখ্যা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। তারা বলছে, ‘আজ সকালে মানবিক সাহায্যের ঘোষণার পর ইসরায়েলি সেনাবাহিনী রাজনৈতিক মহলের নির্দেশ অনুসারে কাজ করছে ... ইসরায়েল হামাসকে কোনো সাহায্য দেবে না।’

ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোট্রিচ এই প্রতিবেদনটি খারিজ করে দিয়ে বলেছেন, ‘একটি গমের দানাও এই অঞ্চলে প্রবেশ করবে না।’

আরবি/জেডি

Link copied!