মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনের গ্রামে ‍‍‘মোবাইল হোমস‍‍’ বানাচ্ছে ইসরায়েলিরা!

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৮:৫০ পিএম

ফিলিস্তিনের গ্রামে ‍‍‘মোবাইল হোমস‍‍’ বানাচ্ছে ইসরায়েলিরা!

ছবি: সংগৃহীত

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের খিরবেট উম আল-খাইর গ্রামে ফিলিস্তিনিদের বাড়ির পাশেই ছোট ছোট ঘর বানাতে শুরু করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এসব ঘরের কিছু ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, এই ঘরগুলোকে ‍‍`মোবাইল হোমস‍‍` বলা হচ্ছে।  ইসরায়েলি-অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণ প্রান্তে এসব ঘর বানাতে সেখানে যন্ত্রাংশ নিয়ে যায় ক্রেন ট্রাক। আর সেসব ট্রাক থেকে মালামাল নামিয়ে দ্রুত বানিয়ে ফেলা হয় ঘর।

বেদুইন অধিকার রক্ষায় কাজ করা আল-বাইদার অর্গানাইজেশন স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, ফিলিস্তিনি বাড়িগুলোর কয়েক মিটার দূরে এই মোবাইল হোম স্থাপন করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের অনলাইনে পোস্ট করা ছবিতে দেখা গেছে, ক্রেন ট্রাকগুলি কন্টেইনার পরিবহন করছে।

এটি উল্লেখযোগ্য যে, ফিলিস্তিনি-ইসরায়েলি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’ এর বিষয়বস্তু ছিল মাসাফের ইয়াত্তা এবং এখানকার বাসিন্দাদের দুর্দশা।

বিবিসি জানায়, প্রায় পাঁচ দশক আগে পশ্চিম তীর দখল করার পরপরই ইসরায়েল সেখানে বসতি স্থাপন শুরু করে। তারপর থেকে প্রতিটি সরকারই বসতি সম্প্রসারণের অনুমতি দিয়েছে।

বর্তমানে পশ্চিম তীরে আনুমানিক ৩০ লাখ ফিলিস্তিনি এবং ৫ লাখ ইহুদি ইসরায়েলি ১৩০টির বেশি বসতিতে বাস করছে, যার মধ্যে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেম বাদে।

আরবি/শিতি

Link copied!