ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫

কঙ্গোতে ভারী বৃষ্টিপাতে ৩৩ জন নিহত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৮:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) রাজধানী কিনশাসায় গত সপ্তাহে প্রবল বৃষ্টিপাতে ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার (৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

ডিআর কঙ্গোর উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র ও নিরাপত্তামন্ত্রী জ্যাকমেইন শাবানি জানিয়েছেন, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত রাতভর প্রবল বৃষ্টিপাতে রাজধানী কিনশাসার বেশ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে বহু মানুষ আহত হয়েছেন এবং অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

এ ঘটনায় রোববার (৬ এপ্রির)পর্যন্ত ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জানা যায়, সরকার দুর্গতদের উদ্ধার ও সহায়তার জন্য সশস্ত্র বাহিনী, বিভিন্ন মন্ত্রণালয় এবং কিনশাসা প্রাদেশিক সরকারের সঙ্গে সমন্বয় করে একটি দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিট গঠন করেছে।

বন্যার কারণে শহরের বেশিরভাগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধান সড়কগুলো ডুবে গেছে এবং শহরজুড়ে বিদ্যুৎ বিভ্রাট ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

কঙ্গো আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে কিনশাসার ১ কোটি ৭০ লাখ মানুষের শহরে আরো ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।