গাজার কিছু সাংবাদিক ২০১৬ সালে হঠাৎ আবিষ্কার করেছিল গুগল ম্যাপে ফিলিস্তিন নেই। এ ছাড়া ওয়েস্ট ব্যাঙ্ক আর গাজা স্ট্রিপের ওপরও লেবেল মিসিং। সে সময় সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ঝড় ওঠল, শুরু হলো হ্যাশট্যাগ ‘প্যালেস্তাইন ইজ হিয়ার’ স্লোগানে।
এই বিতর্ক এড়াতে গুগল ম্যাপস ফিলিস্তিন লেবেল না থাকার কারণ জানাতে ব্রিটিশ দৈনিক পত্রিকা ‘The Guardian’ কে এক প্রতিবেদনে জানায়, ‘গুগল ম্যাপস থেকে ফিলিস্তিন মুছে ফেলা হয়েছে– এই অভিযোগ উঠলেও, সত্যি হলো, গুগল ম্যাপস কখনোই ফিলিস্তিনকে লেবেল দেয়নি।
সে জন্য গুগল ম্যাপসে ফিলিস্তিন খুঁজলে সেই অঞ্চলের একটা রূপরেখা দেখা যায়, কিন্তু সেখানে ফিলিস্তিনের লেবেল না থাকলেও, পাশে ঠিকই ইজরায়েলের লেবেল আছে।

জাতিসংঘের ১৩৮টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র বলে স্বীকৃতি দিয়েছে। পশ্চিমা বিশ্বের অনেক দেশ যদিও এখন পর্যন্ত স্বীকৃতিই দেয়নি ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে।
১৯৪৭ সালের ২৯ নভেম্বর ব্রিটিশ ম্যান্ডেটে শাসিত ফিলিস্তিন ভূখণ্ডের ৫৬ শতাংশ ইহুদি ও ৪৩ শতাংশ দুই দেশের মধ্যে ভাগ করে দেয়া হয়। তবে সেই থেকে ইসরায়েল স্বাধীন রাষ্ট্র পরিচালনা করলেও রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়নি ফিলিস্তিন। বরং দিনের পর দিন ইসরায়েলের হাতে প্রাণ হারাতে হারাতে নিজেদের স্বাধীনতাসহ অস্তিত্ব খোয়াতে বসেছে এই রাষ্ট্র।
সেই ২০১৬ থেকে এখন পর্যন্ত মার্কিনিদের প্রযুক্তি গুগল এবং অ্যাপলের বিশ্ব মানচিত্রেও নেই ফিলিস্তিন রাষ্ট্রের কোনো অস্তিত্ব।
২০১১ সালে যখন প্রথম এই বিষয়টি সামনে এসেছিল ওই সময় গুগলকে উদ্দেশ্য করে ফিলিস্তিনের সাংবাদিকরা একটি বিবৃতি দিয়েছিলেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘গুগলের জনপ্রিয় মানচিত্র সেবা থেকে ফিলিস্তিনের নাম সরিয়ে দেয়ার অভিযোগ।
এদিকে ২০১৬ সালে, Change.org-এর একটি আবেদনে দাবি করা হয় যে, ফিলিস্তিনের সব উল্লেখ ‘ইসরায়েলি সরকারের জোরাজুরিতে সরিয়ে দেওয়া হয়েছিল’, সেই সঙ্গে ‘গুগলের দুই ইহুদি প্রতিষ্ঠাতা ইসরায়েল ও তার নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।’

২০১৬ সালে একটি ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে গুগলের এক মুখপাত্র জানিয়েছিলেন, একটি ‘বাগের’ কারণে কিছু সমস্যা হচ্ছিল; আর তাই পশ্চিম তীর এবং গাজা উপত্যকা দেখা যাচ্ছিল না। তবে তাদের ম্যাপে কখনোই নির্দিষ্টভাবে ফিলিস্তিন ছিল না।
যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ‘INDEPENDENT’ এর ওয়েবসাইটে ২০২০ সালের ১৭ জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, অ্যাপল এবং গুগল তাদের অনলাইন মানচিত্র থেকে প্যালেস্টাইন নাম মুছে ফেলেছে।
তারা দাবি করে বলেছে, আমরা আগে থেকেই ম্যাপসে ফিলিস্তিনের কোনো লেবেল রাখিনি। অ্যাপল মানচিত্র এবং গুগল মানচিত্রে ফিলিস্তিন খুঁজলে গাজা স্ট্রিপ এবং ওয়েস্ট ব্যাংক অঞ্চলের একটি রূপরেখা দেখাবে, কিন্তু ফিলিস্তিনের জন্য কোনো লেবেল সেখানে নেই।

ফিলিস্তিনকে ম্যাপে রাখার দাবিতে ২০১৬ সালের ২ মার্চ জ্যাক মার্টিন নামে একজন ‘GOOGLE: Put Palestine On Your Maps!’ শিরোনামে একটি আবেদন করেন।
ওই আবেদনে উল্লেখ করা হয়, ‘প্যালেস্টাইন গুগল মানচিত্রে নেই কেন? ইসরায়েল, যেটা ফিলিস্তিনের জমির ওপর প্রতিষ্ঠিত, সেটা স্পষ্টভাবে দেখানো হয়। কিন্তু ফিলিস্তিনের কোনো উল্লেখ নেই কেন?