ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ট্রাম্প-নেতানিয়াহুর বৈঠক, গাজাকে নিয়ে নতুন পরিকল্পনা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ০১:২৫ পিএম
ছবি: সংগৃহীত

গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল ফের ফিলিস্তিনের গাজায় চালাচ্ছে ধ্বংসযজ্ঞ। একের পর এক চুরমার করে দিচ্ছে গাজাবাসীর সামনেই তাদের স্বপ্নের বসতবাড়ি। কখনো যেন থামবে না এ ধ্বংসযজ্ঞ।

এরই মাঝে হোয়াইট হাউসে উপস্থিত হয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির নতুন পরিকল্পনার ইঙ্গিত এসেছে।

এর আগে সোমবার (৭ এপ্রিল) হোয়াইট হাউসে পৌঁছান ইসরায়েলের প্রধানমন্ত্রী। সংবাদ মাধ্যম সিএনএন ও বিবিসি এ তথ্য জানিয়েছে।

এদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর আগমনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে স্বাগত জানিয়েছেন।

এ সময় হোয়াইট হাউসের গেটে ফিলিস্তিনপন্থিরা বিক্ষোভ করেন। হাতে পতাকা, মুখে স্লোগান-গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে সোচ্চার ছিলেন তারা।

হোয়াইট হাউসে বৈঠক শেষে নেতানিয়াহু জানান, গাজায় জিম্মিদের মুক্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে কাজ চলছে। নতুন একটি চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে, যা সফল হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ সময় ট্রাম্প নেতানিয়াহুকে ভালো সঙ্গী বলে উল্লেখ করে জানান, আরেকটি যুদ্ধবিরতির পথে আগানোর চেষ্টা করছেন।

তিনি আরও জানান, গাজাকে পুনর্গঠনের সময় ট্রাম্প গাজাবাসীকে অন্যত্র সরিয়ে নেওয়ার যে প্রস্তাব দিয়েছেন সেটিতে তারা সমর্থন জানান। গাজাবাসীকে নেওয়ার জন্য কিছু দেশের সঙ্গে তাদের ইতিবাচক কথা হয়েছে। তবে দেশগুলোর নাম উল্লেখ করেননি তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সেখানে যুক্তরাষ্ট্রের মতো একটি শান্তিরক্ষী বাহিনী থাকা, গাজাকে নিয়ন্ত্রণ ও এটির মালিকানা থাকা খুব ভালো একটি বিষয় হবে।’