রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

২১১ জন সাংবাদিক হত্যা করলো ইসরায়েল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ০৫:১৫ পিএম

২১১ জন সাংবাদিক হত্যা করলো ইসরায়েল

নিহত সাংবাদিককে শেষ বিদায় জানাচ্ছেন সহকর্মীরা ছবি: ফিনান্সিয়াল টাইমস

ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায়  এ পর্যন্ত ২১১ জন সাংবাদিককে হত্যা করেছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস।

মঙ্গলবার (৮ এপ্রিল) আল জাজিরার প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, একটি গণমাধ্যম তাঁবুতে সোমবার (৭ এপ্রিল) ভোরে ইসরায়েলের ভয়াবহ হামলায় বেশকিছু সাংবাদিক হতাহতের ঘটনার পর ফিলিস্তিনি সাংবাদিকদের প্রতি বিশ্বব্যাপী সমর্থনের আহ্বান জানিয়ে বিবৃতি জারি করেছে গাজার সরকারি মিডিয়া অফিস।

মিডিয়া অফিসের তথ্যানুযায়ী, সর্বশেষ হামলায় গুরুতর দগ্ধ হয়ে মারা যাওয়া আহমেদ মনসুর গাজায় ইসরায়েলের হাতে নিহত হওয়া ২১১তম গণমাধ্যমকর্মী।

তাদের বিবৃতিতে বলা হয়, আমরা আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন, আরব সাংবাদিক ফেডারেশন এবং বিশ্বের সব দেশের সব সাংবাদিক সংগঠনের প্রতি গাজা উপত্যকায় ফিলিস্তিনি সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে এই পদ্ধতিগত অপরাধের নিন্দা জানাতে আহ্বান জানাচ্ছি।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় সোমবার রাতভর অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। 

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল গণমাধ্যমকে জানিয়েছেন, রাতভর অভিযানে উপত্যকাজুড়ে ১৯ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।

এছাড়া স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, এদিন রাতে পশ্চিম তীর জুড়ে অভিযান অব্যাহত রাখে দখলদার বাহিনী। ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে গ্রেফতার এবং উচ্ছেদ করা হয়।

আরবি/এসএম

Link copied!