ভারতের পশ্চিমবঙ্গে ইসরায়েলি পতাকা নিয়ে শোভাযাত্রা করার অভিযোগে এক বিজেপি নেতা ও তার অনুগামীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন একজন তৃণমূল বিধায়ক।
সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ও ভারতীয় জাতীয় পতাকার অবমাননার অভিযোগে সাবেক বিজেপি সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং ও তার একাধিক অনুসারীদের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের মমতার দলের বিধায়ক সোমনাথ শ্যাম।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার (৬ এপ্রিল) রামনবমীর দিন সনাতনী পতাকা ও ভারতীয় পতাকার সঙ্গে ইসরায়েলি পতাকা নিয়ে শোভাযাত্রা করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাবেক বিজেপি সংসদ অর্জুন সিং।
মুসলিম অধ্যুষিত কয়েকটি এলাকার মধ্য দিয়ে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
তৃণমূল বিধায়কের অভিযোগ ইসরায়েলি পতাকা নেয়ার মাধ্যমে ওই এলাকায় সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন ওই বিজেপি নেতা।
তৃণমূলব বিধায়ক সোমনাথ শ্যামের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলের পতাকা নিয়ে রামনবমীর শোভাযাত্রা ব্যাপক বিতর্ক তৈরি করেছে। বিজেপি ওই নেতার এমন কর্মকাণ্ডের ফলে ব্যারাকপুর জুড়ে সাম্প্রদায়িক ও অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।
এমনকি সোশ্যাল মিডিয়ায় ওই ছবি ছড়িয়ে পড়ায় এখনো সাম্প্রদায়িক অশান্তির আশঙ্কা করা হচ্ছে। আমি নিশ্চিত সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়ে দেয়ার জন্যই ইচ্ছাকৃত এই ঘটনা ঘটানো হয়েছে। তাই ভাটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়ছে।
অভিযোগের পর বিজেপি নেতা অর্জুন সিং এ বিষয়ে বলেন, আমি তো লুকিয়ে ইসরায়েলি পতাকা বহন করিনি। আমি প্রকাশ্যে নিয়েছি। ভারতের বন্ধু দেশ ইসরায়েল, তাই তার পতাকা নিয়েছি।
আমার কাছে ভিডিও ফুটেজ আছে এখানকার জিহাদীরা গত মহররমের দিন ফিলিস্তিনের পতাকা ওড়াচ্ছিল। আজ ভারতে প্রতিরক্ষা ক্ষেত্র মজবুত করার জন্য সবথেকে বেশি সাহায্য করেছে ইসরায়েল। তা আমি ইসরায়েলের ঝাণ্ডা নেব না তো কী পাকিস্তানের ঝান্ডা নেব? ভারতবর্ষের পতাকা উপরে তার নিচে ইসরায়েলের পতাকা আপনারা দেখুন, আমি যা করেছি খুব চিন্তাভাবনা করে করেছি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে জিহাদীদের দল উল্লেখ করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটাই তো জিহাদীদের দল , এ দলে আর হিন্দু কোথায় এ দলে তো শুধু মুসলমানদের তুষ্টিকরণ।
আমি যা করেছি ঠিক করেছি। কেস একটা কেন তৃণমূল কংগ্রেসকে বলবো সব জিহাদীরা মিলে আমার নামে কেস করো। আমি সব জবাব দেব।