রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু

তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান না দেওয়ার অনুরোধ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ০৭:০০ পিএম

তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান না দেওয়ার অনুরোধ

এফ-৩৫ ফাইটার জেট ছবি: ইন্টারনেট

তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি বন্ধ করার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে তদবির করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সিরিয়ায় তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব প্রতিরোধের জন্য এই উদ্যোগ নিয়েছেন তিনি।

মিডল ইস্ট আই-এ প্রকাশিত খবর অনুযায়ী, জানুয়ারি এবং এপ্রিল মাসে নেতানিয়াহু রুবিওর কাছে এফ-৩৫ বিষয়ে আলোচনা করেছেন। তৃতীয় এক সূত্র নিশ্চিত করেছে যে, ইসরাইলের অস্ত্র বিক্রির জন্যও রুবিওকে চাপ দিয়েছিলেন নেতানিয়াহু। 

তিনি জানিয়েছেন,  এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি না করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দেবেন, তবে এ বিষয়ে এখনও ট্রাম্পের সঙ্গে আলোচনা করেননি।

পশ্চিমা দুই কর্মকর্তা জানিয়েছেন, সোমবার ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। গত বছরের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর, সিরিয়ায় প্রভাব বিস্তারের জন্য তুরস্ক ও ইসরায়েল উভয়ই কৌশলগত অবস্থান নিয়েছে।

আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহীদের সরাসরি সহায়তা প্রদান করেছিল তুরস্ক। অন্যদিকে, ইসরায়েলও আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় আধিপত্য বিস্তার করতে মরিয়া হয়ে উঠেছে।

ইতোমধ্যে, গত সপ্তাহে সিরিয়ার তিনটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে তিয়াস (টি-৪) বিমান ঘাঁটিও রয়েছে। 

সিরিয়ার নতুন সরকারকে অস্ত্র সরবরাহের আগে এই হামলা তুরস্কের বিরুদ্ধে আধিপত্য বিস্তার করার একটি চেষ্টা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে সিরিয়ার তিয়াস বিমান ঘাঁটিতে হিসার-টাইপ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে তুরস্ক।

সিরিয়ার নতুন সরকারের কাছে অস্ত্র হস্তান্তরের আগে তুরস্ক এই কৌশল গ্রহণ করেছে। এ বিষয়ে দামেস্কের সঙ্গে তুরস্কের আলোচনা চলমান রয়েছে।

আরবি/এসএম

Link copied!