ক্যারিবিয়ান অঞ্চলের দেশ ডোমিনিকান রিপাবলিকে একটি নাইট ক্লাবের ছাদ ধসে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পাশাপাশি আরও দেড় শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
সেখানকার জরুরি অপারেশন কেন্দ্রের পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্দেজ বলেছেন, অন্তত ১৫৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দেশটির রাজধানী সান্তোতে এ ঘটনাটি ঘটেছে। তা ছাড়া জেট সেট নামের নাইট ক্লাবটির ছাদ যখন ধসে পড়ে তখন এর ভেতর অন্তত ৪০০ লোক ছিল বলে জানা যায়। যারা এখনো নিখোঁজ আছেন তাদের উদ্ধারে অভিযান অব্যাহত ছিল।
যারা ওই সময়টায় ক্লাবটিতে ছিলেন তাদের পরিবারের সদস্যরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে চলে আসেন। তারা তাদের পরিবারের সদস্যদের ছবি নিয়ে তাদের খোঁজ করতে থাকেন। সেখানে অন্তত ২২টি ইনস্টিটিউটের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। তবে নাইট ক্লাবটির ছাদ কীভাবে ধসে পড়ল সেটি এখনো জানা যায়নি।
একটি ভিডিওতে দেখা গেছে, একটি ব্যান্ড গান পরিবেশন করছে। এ সময় স্টেজের কাছ থেকে একজনকে আঙুল দিয়ে দেখান যে ক্লাবের পেছনে কিছু একটা পড়েছে। এর কিছুক্ষণের মধ্যে ছাদে থাকা লাইটগুলো ধসে পড়তে থাকে। এর কয়েক মুহূর্ত পরই পুরো ছাদটি ধসে পড়ে।
আপনার মতামত লিখুন :