ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নতুন করে আরও কয়েক ডজন মানুষ নিহত ও আহত হয়েছে বলে জানা যায়।
ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত গণমাধ্যম সূত্র জানিয়েছে, হামলাটি হুদায়দাহ শহরের একটি আবাসিক এলাকায় করা হয়, যেখানে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে।
ওই প্রতিবেদন অনুযায়ী, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। এ ছাড়া ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুযায়ী নিহতদের মধ্যে তিনজন শিশু এবং দু’জন মহিলা রয়েছে।
এদিন দেশটির রাজধানী সানায় আটটি নতুন বিমান হামলা চালানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এই হামলাগুলো শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হেনেছে। যার ফলে সানার বেসামরিক জীবন আরও বিপর্যস্ত হয়েছে।
এ ছাড়া ইব প্রদেশে তিনটি বিমান হামলা চালানো হয়েছে, সেখানে লক্ষ্য ছিল কেবলই নেটওয়ার্কগুলোর দিকে। এটি মূলত বেসামরিক স্থাপনা ধ্বংস এবং অভ্যন্তরীণ সমন্বয়ের লাইন বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে বলে ধারণা করা হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে মার্কিন বিমান মোট ৫০ বার আঘাত হেনেছে। গত মাসে শুরু হওয়া এই যুদ্ধ ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে।
এ হামলার পর ইয়েমেনের বিভিন্ন সংগঠন এবং আন্তর্জাতিক সম্প্রদায় মার্কিনিদের নিন্দা জানিয়েছে। এদিকে এ হামলার ফলে ইয়েমেনের নাগরিকরা মানবিক সংকটের মুখোমুখি হওয়ার আশঙ্কা করছে।
আপনার মতামত লিখুন :