মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ০৪:০৭ পিএম

banner

মোদিকে রাশিয়ায় আমন্ত্রণ জানালেন পুতিন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ০৪:০৭ পিএম

মোদিকে রাশিয়ায় আমন্ত্রণ জানালেন পুতিন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছবি: রয়টার্স

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাশিয়ার জাতীয় দিবস ৯ মে’র কুচকাওয়াজে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতোমধ্যে মোদিকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন তিনি।

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়ে রুদেঙ্কো এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আমরা নিমন্ত্রণপত্র পাঠিয়েছি এবং আশা করছি যে রাশিয়ার অতি গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আমরা তাকে পাব।”

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসী বাহিনী তৎকালীন সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করেছিল এবং পরাজিত হয়েছিল। ১৯৪৫ সালের ৯ মে তৎকালীন সোভিয়েত বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তারা। সেই থেকে ৯ মে-কে জাতীয় দিবস হিসেবে পালন করা হতো সোভিয়েত ইউনিয়নে।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে জন্ম হয় রাশিয়াসহ ১৫টি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের। স্বাধীন রাশিয়া তার জাতীয় দিবস হিসেবে ৯ মে-কেই বেছে নেয়।

রুদেঙ্কো জানিয়েছেন, রাশিয়ার প্রতি বন্ধুত্বপূর্ণ সব দেশের সরকারপ্রধান ও সামরিক বাহিনীকে রাশিয়ার জাতীয় দিবসের কুচকাওয়াচে অংশ নিতে নিমন্ত্রণ পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের জুলাই মাসে রাশিয়া সফরে গিয়েছিলেন মোদি । সেটি ছিল প্রায় ৫ বছর পর তার রাশিয়া সফর এবং সেই সফরে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন তিনি।


সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরবি/এসএম

Link copied!