ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

মোদিকে রাশিয়ায় আমন্ত্রণ জানালেন পুতিন

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ০৪:০৭ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছবি: রয়টার্স

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাশিয়ার জাতীয় দিবস ৯ মে’র কুচকাওয়াজে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতোমধ্যে মোদিকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন তিনি।

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়ে রুদেঙ্কো এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আমরা নিমন্ত্রণপত্র পাঠিয়েছি এবং আশা করছি যে রাশিয়ার অতি গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আমরা তাকে পাব।”

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসী বাহিনী তৎকালীন সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করেছিল এবং পরাজিত হয়েছিল। ১৯৪৫ সালের ৯ মে তৎকালীন সোভিয়েত বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তারা। সেই থেকে ৯ মে-কে জাতীয় দিবস হিসেবে পালন করা হতো সোভিয়েত ইউনিয়নে।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে জন্ম হয় রাশিয়াসহ ১৫টি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের। স্বাধীন রাশিয়া তার জাতীয় দিবস হিসেবে ৯ মে-কেই বেছে নেয়।

রুদেঙ্কো জানিয়েছেন, রাশিয়ার প্রতি বন্ধুত্বপূর্ণ সব দেশের সরকারপ্রধান ও সামরিক বাহিনীকে রাশিয়ার জাতীয় দিবসের কুচকাওয়াচে অংশ নিতে নিমন্ত্রণ পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের জুলাই মাসে রাশিয়া সফরে গিয়েছিলেন মোদি । সেটি ছিল প্রায় ৫ বছর পর তার রাশিয়া সফর এবং সেই সফরে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন তিনি।


সূত্র: টাইমস অব ইন্ডিয়া