যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ছাড়া অন্যান্য দেশের ওপর আরোপিত পারস্পরিক শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন। ৯ এপ্রিল, বুধবার ট্রাম্প তার সামাজিক মাধ্যম ‘ট্রুথ’-এ এই ঘোষণা দেন।
তবে, ট্রাম্প চীনকে ছাড় দেননি। চীনা পণ্যের ওপর শুল্কের পরিমাণ ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ট্রাম্প তার ঘোষণায় বলেন, বিশ্ববাজারের প্রতি চীন যে অসম্মান দেখিয়েছে, সেটির ওপরে ভিত্তি করে আমি চীনের ওপর শুল্কের পরিমাণ ১২৫ শতাংশে উন্নীত করছি। যা এখন থেকে কার্যকর হবে।
এ ছাড়া, অন্যান্য দেশের ক্ষেত্রে শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, ৭৫টিরও বেশি দেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের বাণিজ্য, শুল্ক, মুদ্রা জালিয়াতি, বাণিজ্য বাধা নিয়ে আলোচনা করার জন্য ডেকেছে।
এই দেশগুলো আমার শক্তিশালী পরামর্শের ভিত্তিতে কোনো পাল্টা ব্যবস্থা নেয়নি, তাই তাদের জন্য শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছি এবং পারস্পরিক শুল্ক ১০ শতাংশে নামিয়ে এনেছি।
এখন পর্যন্ত, বাংলাদেশসহ বেশকিছু দেশের ওপর শুল্ক বৃদ্ধি করা হয়েছিল, যার ফলে বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক ৩৭ শতাংশে উন্নীত হয়েছিল।
ট্রাম্প আরও বলেন, আমি আশা করি একসময় চীন বুঝতে পারবে যে, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের কাছ থেকে প্রতারণা করার দিন আর টেকসই বা গ্রহণযোগ্য হবে না।
এই ঘোষণার পর, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তীব্র উত্থান ঘটেছে, যদিও আমদানির ওপর ১০ ভাগ একক শুল্ক এখনো কার্যকর রয়েছে।
আপনার মতামত লিখুন :