শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ০১:২০ পিএম

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‌‘চলমান-খাট’ জব্দ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ০১:২০ পিএম

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল  ‌‘চলমান-খাট’ জব্দ

ভাইরাল হওয়া চলন্ত খাট-গাড়ি ছবি: সংগৃহীত

কিছুদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সে ভিডিওতে দেখা গেছে, রাস্তায় চলমান একটি বিছানার মাঝখানে বসে আছেন এক ব্যক্তি। 

তোষক, চাদর, বালিশসহ পুরো খাটটাই ইচ্ছামতো চলছে- ঠিক যেন একটা গাড়ি। আসলে এটা একটা চলমান বিছানা কিংবা চলমান খাট-গাড়ি।

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা নবাব শেখ প্রায় দেড় বছরের পরিশ্রমে এই খাট-গাড়িটি বানিয়েছেন। ঈদের দিন একটু ‌‘ট্রায়াল’ দিতে বেরিয়েছিলেন নিজের বিচিত্র এই গাড়ি নিয়ে। 

মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।  চলমান-বিছানা দেখতে প্রচুর মানুষ ভিড় জমায় রাস্তায়। 

তবে এই ভাইরালেই বিপদে পড়েছেন নবাব শেখ। কারণ তার সাধের গাড়িটি মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ জব্দ করেছে। মোটর ভেহিকলস আইন অনুযায়ী কোনো গাড়িকে এভাবে বদলে ফেলে চালানোর অনুমতি নেই অভিযোগে গাড়িটি জব্দ করা হয়েছে।

জানা গেছে, ভাইরাল হওয়ার ইচ্ছার পাশাপাশি বিছানায় বসে বসেই চায়ের দোকানে চা খেতে যাওয়ার স্বপ্নও ছিল তার। নবাব শেখ বলেন, আমি ঘুমের মধ্যেই একদিন স্বপ্ন দেখি যে, খাটে চেপেই যদি আমি চা খেতে যেতে পারতাম! 

সেই ভাবনা থেকেই শুরু। এরপরে তিনি খাটটিতে চারটি চাকা লাগান। সেটি ধাক্কা দিলে এগোচ্ছে, কিন্তু এমনিতে সেটি নড়াচড়া করছে না। এরপর তিনি এটাতে একটা ইঞ্জিন ফিট করে চলন্ত খাট বানান।  

নবাব শেখের ভাই আলমগীর শেখ বলেন, নবাব ভিডিও কনটেন্ট বানায় আগে থেকেই। প্রথমে আইডিয়াটা ওর মাথায় আসে। পরে আমাদের জানায়। কাঠের কাঠামো তো আছেই, তাতে ৮০০ সিসি ইঞ্জিন লাগানো হয়েছে। আর মারুতি ওমনি গাড়ির চেসিস ব্যবহার করা হয়েছে।

বাড়ির পাশেই কাঠমিস্ত্রি, গাড়ির মেকানিকদের সহায়তায় গাড়িটি তৈরি করেছিলেন নবাব শেখ। পেশায় গাড়িচালক নবাব শেখ মাসে মোটামুটি নয় হাজার ভারতীয় রুপি আয় করেন। 

স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, এই চলমান-খাট বানাতে স্ত্রীর কিছু গয়না বিক্রি করতে হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

আরবি/এসএম

Link copied!